নারীদের সক্রিয় অংশগ্রহণে জমজমাট আন্তর্জাতিক ইসলামি বইমেলা

Published : ২১:৪৬, ২০ সেপ্টেম্বর ২০২৫
চলমান আন্তর্জাতিক ইসলামি বইমেলায় এবার নারী পাঠকদের উপস্থিতি যেন বিশেষভাবে চোখে পড়ছে। শুধু আলেম-ওলামা ও মাদরাসার শিক্ষার্থী নয়, সাধারণ মানুষদের পাশাপাশি নারীরাও বই কেনায় আগ্রহী হয়ে উঠেছেন। তাই নারী দর্শনার্থীদের কথা মাথায় রেখে আয়োজক কমিটি রেখেছে নানা সুযোগ-সুবিধা।
শনিবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ও পূর্ব চত্বরে গিয়ে দেখা যায়, আন্তর্জাতিক ইসলামি বইমেলা-২০২৫ এ নারী পাঠকদের সরব উপস্থিতি।
মেলায় আগত নারীরা বেশি করে কিনছেন ইসলামি ইতিহাস, সংস্কৃতি, উপন্যাস, জীবনযাপন ও শরিয়াহ-সংক্রান্ত বই। তাদের অনেকে মনে করছেন, এসব বই পড়লে শুধু জ্ঞানই বাড়বে না, বরং ইসলামি আদর্শ মেনে চলা সহজ হবে।
নারীদের জন্য মেলায় রয়েছে আলাদা ফিমেল জোন, নামাজের ব্যবস্থা, ফুডকোর্ট এবং শিশুদের জন্য কিডস প্লে জোন। তবে এখনো আলাদা টয়লেটের ব্যবস্থা করা যায়নি।
পল্লবী থেকে সন্তানকে নিয়ে আসা নিশাত জাহান জানান, সঠিক পথে সন্তানদের গড়ে তুলতে ইসলামি ইতিহাস জানা জরুরি। এজন্য তিনি নবী-রাসুলদের ইতিহাস ও ইসলামি কার্টুনভিত্তিক বই কিনেছেন সন্তানের জন্য।
ডেমরা থেকে আসা মারিয়াম আক্তার বলেন, তিন বছর ধরে তিনি মেলায় আসছেন। আগের চেয়ে এবারের আয়োজন অনেক ভালো এবং বড়। এদিন তিনি ইসলামি ইতিহাস ও সংস্কৃতি বিষয়ক কয়েকটি বই কেনেন। তার মতে, তরুণ-তরুণীদের অংশগ্রহণই এই মেলাকে প্রাণবন্ত করবে।
ধানমন্ডি থেকে আসা যায়নাব বিনতে মনোয়ার জানান, ইসলামের পারিবারিক প্রয়োগ সম্পর্কিত বই ও ইসলামি উপন্যাসের পাশাপাশি তিনি ইমাম গাজ্জালির চিঠি সংগ্রহ করেছেন। তার আশা, মেলাটি আরও বড় পরিসরে অনুষ্ঠিত হবে।
মেলা কমিটির সদস্য ও রুহামা পাবলিকেশনের কর্ণধার রফিকুল ইসলাম বলেন, ইসলামি সংস্কৃতি, ইতিহাস এবং নারী-সংক্রান্ত বইয়ের চাহিদা বেড়েছে। তাই এ বছর নারীদের জন্য রাখা হয়েছে আলাদা কর্ণার, নামাজের সুবিধা ও ফুডকোর্ট। শিশুদের বিনোদনের জন্যও রয়েছে কিডস প্লে জোন। তবে নারীদের জন্য আলাদা ওয়াশরুমের ব্যবস্থা এখনও প্রক্রিয়াধীন।
উল্লেখ্য, মাসব্যাপী এ মেলায় ১৯৯টি স্টল বসেছে। দেশের স্বনামধন্য ইসলামী প্রকাশনা প্রতিষ্ঠান ছাড়াও মিশর, লেবানন ও পাকিস্তানের প্রকাশকরা অংশ নিয়েছেন। মেলায় রয়েছে লেখক কর্নার, ফুড কর্নার, কবিতা পাঠ ও আলোচনা সভার আয়োজন। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত, আর ছুটির দিনে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে এ মেলা।
BD/AN