ডা. তৃণা ইসলাম  নির্বাচিত হয়েছেন ডিএমএফ ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫-এর জুরি হিসেবে

ডা. তৃণা ইসলাম  নির্বাচিত হয়েছেন ডিএমএফ ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫-এর জুরি  হিসেবে  ডা. তৃণা ইসলাম , ছবি: দ্য বিজনেস ডেইলি

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০১:৩৫, ৬ অক্টোবর ২০২৫

 ডা. তৃণা ইসলাম , একজন বিশিষ্ট ক্লিনিক্যাল রিসার্চার, চিকিৎসক এবং খ্যাতনামা সংবাদ ব্যক্তিত্ব, নির্বাচিত হয়েছেন ডিজিটাল মিডিয়া ফোরাম (ডিএমএফ) আয়োজিত “ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫”- জুরি  হিসেবে।

মিডিয়া ও একাডেমিয়া—উভয় ক্ষেত্রেই ডা. তৃণা ইসলামের রয়েছে দীর্ঘ ও সমৃদ্ধ অভিজ্ঞতা। তিনি দেশের বেশ কয়েকটি শীর্ষস্থানীয় স্যাটেলাইট টেলিভিশনে সংবাদ পাঠক ও উপস্থাপক হিসেবে কাজ করেছেন। পরবর্তীতে যুক্তরাজ্যভিত্তিক বাংলাদেশি স্যাটেলাইট চ্যানেল iON TV, UK-তে হেড অব নিউজ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বর্তমানে তিনি ইন্টারন্যাশনাল অনলাইন জার্নাল হাব (IOJH)-এর পরিচালক (গবেষণা ও উন্নয়ন) ও দ্যা বিজনেস ডেইলি এর হেড অফ অপারেশন ও চীফ নিউজ প্রজেন্টার হিসেবে কর্মরত আছেন।

ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ডের এটি দ্বিতীয় আসর, যেখানে সাংবাদিকতা, মিডিয়া এবং ডিজিটাল উদ্ভাবনে অসামান্য অবদানের জন্য ১৯টি ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হবে।

আগামী ২৫ অক্টোবর ২০২৫ ঢাকায় এই অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। দ্য বিজনেস ডেইলি পরিবার ডা. তৃণা ইসলাম ইসলামকে এই সম্মানজনক অর্জনের জন্য আন্তরিক অভিনন্দন জানিয়েছে এবং তার পেশাগত জীবনে আরও সাফল্য কামনা করেছে।

শেয়ার করুনঃ
Advertisement