ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫–এর বিচারক প্যানেলে লুৎফী চৌধুরী

Published : ০২:৩৫, ১৩ অক্টোবর ২০২৫
বাংলাদেশের খ্যাতনামা উদ্যোক্তা ও ডিজিটাল মার্কেটিং অগ্রদূত লুৎফী চৌধুরী নির্বাচিত হয়েছেন ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫–এর বিচারক প্যানেলের সদস্য হিসেবে। এই পুরস্কারটি আয়োজন করছে ডিজিটাল মিডিয়া ফোরাম (DMF)।
লুৎফী চৌধুরী বাংলাদেশের ডিজিটাল ইকোসিস্টেমের অন্যতম পথপ্রদর্শক এবং দেশের প্রথম অ্যাডটেক বিক্রেতা হিসেবে পরিচিত। বিক্রয়, মার্কেটিং ও বিজ্ঞাপন প্রযুক্তি খাতে ২০ বছরের অভিজ্ঞতা নিয়ে তিনি দেশের ডিজিটাল বিপণন খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
২০১০ সালে তিনি প্রতিষ্ঠা করেন বাংলাদেশের প্রথম অ্যাড টেক প্ল্যাটফর্ম জি অ্যান্ড আর (G&R)। পরবর্তীতে ২০১৪ সালে তিনি গুগল বিজনেস গ্রুপের সদস্য হন এবং বাংলাদেশের বাজারে প্রথম গুগল প্রোডাক্ট ট্রেইনার হিসেবে কাজ করেন।
বর্তমানে তিনি অ্যাডফিনিক্স লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO)। ২০২০ সালের এপ্রিলে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক বাজারের জন্য উন্নত প্রযুক্তিনির্ভর প্ল্যাটফর্ম তৈরির লক্ষ্যে কাজ করছে।
তার ক্যারিয়ারে লুৎফী চৌধুরী সফলভাবে কয়েকটি অ্যাড নেটওয়ার্ক চালু করেছেন — দামারু (নেপাল), এবং উইজার্ড (পার্পল প্যাচ, বাংলাদেশ),অ্যাডফিনিক্স প্রতিষ্ঠার আগে, তিনি এস্কিমি (দক্ষিণ এশিয়া) এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। উদ্যোক্তা হিসেবে পাশাপাশি তিনি হাব ঢাকা–এর স্টার্টআপ মেন্টর এবং ব্র্যান্ড প্র্যাকটিশনার্স বাংলাদেশ–এর প্রতিষ্ঠাতা অ্যাডমিন। ব্র্যান্ড, প্রচার, মিডিয়া, গবেষণা ও মার্কেটিং নিয়ে আলোচনা-নির্ভর এই কমিউনিটিতে বর্তমানে ১ লাখ ৮৬ হাজারেরও বেশি সদস্য রয়েছে।
তিনি আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন, যেমন—
চিফ জুরি, ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড, বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম
গ্র্যান্ড জুরি মেম্বার, কম্মঅ্যাওয়ার্ড
এক্সিকিউটিভ কমিটি সদস্য, মার্কেটিং ইনস্টিটিউট অব বাংলাদেশ (MIB)
চেয়ারম্যান, মেম্বার্স কমিটি, অ্যাডভার্টাইজিং এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)
প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ করপোরেট ফোরা
কো-চেয়ারম্যান, ডিজিটাল মার্কেটিং ওয়ার্কিং কমিটি (বেসিস)
দীর্ঘ অভিজ্ঞতা, নেতৃত্বগুণ ও দূরদর্শী চিন্তাভাবনার মাধ্যমে লুৎফী চৌধুরী বাংলাদেশের ডিজিটাল খাতের বিকাশে অনন্য অবদান রেখে চলেছেন। ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫–এর বিচারক হিসেবে তাঁর অন্তর্ভুক্তি বাংলাদেশের ডিজিটাল উদ্ভাবন অঙ্গনে তাঁর প্রভাব ও অবদানকে আরও একবার স্বীকৃতি দিল।
বিডি/এএন