ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫–এর বিচারক প্যানেলে ডেইলি স্টারের ডিজিটাল গ্রোথ সম্পাদক আজাদ বেগ

Published : ০২:৩৫, ১৩ অক্টোবর ২০২৫
বাংলাদেশের শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার–এর ডিজিটাল গ্রোথ সম্পাদক আজাদ বেগ নির্বাচিত হয়েছেন ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫–এর বিচারক প্যানেলের সদস্য হিসেবে।
ডিজিটাল সাংবাদিকতা, অডিয়েন্স স্ট্র্যাটেজি ও মিডিয়া ইনোভেশনে ১৫ বছরেরও বেশি অভিজ্ঞতা নিয়ে আজাদ বেগ বাংলাদেশের ডিজিটাল সংবাদমাধ্যম অঙ্গনের অন্যতম অগ্রণী পেশাজীবী। তিনি বর্তমানে দ্য ডেইলি স্টারের ডিজিটাল কনটেন্ট, সামাজিক যোগাযোগমাধ্যম, ও বিভিন্ন প্ল্যাটফর্মে কনটেন্ট বিতরণ–সংক্রান্ত টিমগুলোর নেতৃত্ব দিচ্ছেন।
এর আগে তিনি দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, ঢাকা ট্রিবিউন, ইউএনবি (UNB) এবং বাংলানিউজ২৪.কম–এ দায়িত্ব পালন করেছেন।
সংবাদপাঠকের আচরণ ও ডিজিটাল রূপান্তরের গভীর জ্ঞানকে কাজে লাগিয়ে তিনি দ্য ডেইলি স্টারের অনলাইন প্রবৃদ্ধি ও মাল্টি-প্ল্যাটফর্ম গল্প বলার নতুন ধারা গড়ে তুলেছেন।
আজাদ বেগ সাংবাদিকতা শিক্ষার্থী ও তরুণ সাংবাদিকদের প্রশিক্ষণেও যুক্ত রয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন মিডিয়া প্রতিষ্ঠানে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) টুলস, ফ্যাক্ট-চেকিং ও নিউজরুম ইনোভেশন–বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেছেন।
ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫–এর বিচারক সদস্য হিসেবে আজাদ বেগ তাঁর ডিজিটাল স্ট্র্যাটেজি, কনটেন্ট ইনোভেশন এবং নৈতিক সাংবাদিকতার অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশের ডিজিটাল মিডিয়া অঙ্গনের অসাধারণ অবদানগুলোর স্বীকৃতি ও উদযাপনে ভূমিকা রাখবেন।
বিডি/এএন