প্রস্টেট ক্যান্সারের উপসর্গ, কখন সতর্ক হওয়া জরুরি

Published : ২০:১৪, ২৩ সেপ্টেম্বর ২০২৫
পুরুষদের মধ্যে বহুল দেখা দেওয়া ক্যান্সারের মধ্যে একটি হলো প্রস্টেট ক্যান্সার। বিশেষজ্ঞরা জানান, রোগটি শুরুর ধাপে সাধারণত কোনো উপসর্গ স্পষ্ট হয় না। তবে ধীরে ধীরে ক্যান্সার ছড়িয়ে পড়লে কিছু নির্দিষ্ট লক্ষণ প্রকাশ পায়। তাই সময়মতো সতর্ক সংকেতগুলো চিহ্নিত করতে পারলে চিকিৎসা সহজ হয়।
প্রস্টেট ক্যান্সারের সাধারণ লক্ষণ
মূত্রজনিত সমস্যা
বারবার প্রস্রাবের চাপ অনুভব করা, বিশেষ করে রাতে।
প্রস্রাব শুরু করতে বা থামাতে সমস্যা হওয়া।
প্রস্রাবের প্রবাহ দুর্বল হয়ে যাওয়া বা মাঝপথে থেমে যাওয়া।
কাশি বা হাসির সময় প্রস্রাব লিক হয়ে যাওয়া।
দাঁড়িয়ে প্রস্রাব করতে না পারা।
প্রস্রাবের সময় জ্বালা বা ব্যথা অনুভব করা।
মলদ্বারে চাপ বা অস্বস্তি টের পাওয়া।
রক্তক্ষরণ
প্রস্রাবে রক্ত দেখা যাওয়া।
বীর্যে রক্ত আসা।
যৌনসংক্রান্ত সমস্যা
হঠাৎ ইরেকশন সমস্যার সূচনা।
বীর্যপাতের সময় ব্যথা বা অস্বস্তি।
স্বাভাবিকের তুলনায় কম বীর্য নির্গত হওয়া।
অগ্রসর প্রস্টেট ক্যান্সারের লক্ষণ
নিচের অঙ্গ ফুলে যাওয়া বা দুর্বল হয়ে পড়া।
হাড়ে ক্যান্সার ছড়িয়ে পড়লে কোমর, নিতম্ব বা পিঠে দীর্ঘস্থায়ী ব্যথা।
কোষ্ঠকাঠিন্যসহ মলত্যাগে সমস্যা।
পায়ে টান ধরা বা অবশ লাগা।
হঠাৎ ওজন হ্রাস পাওয়া ও শরীর ভেঙে পড়া।
অতিরিক্ত ক্লান্তি, বমি বমি ভাব বা বমি হওয়া।
করণীয়
বিশেষজ্ঞদের মতে, এসব উপসর্গ সবসময় প্রস্টেট ক্যান্সারের কারণে নাও দেখা দিতে পারে। তবে এর যেকোনো লক্ষণ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং PSA (Prostate-Specific Antigen) টেস্ট প্রস্টেট ক্যান্সার প্রাথমিক অবস্থায় শনাক্ত করতে সহায়তা করে।
BD/AN