দেশে ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৪০

Published : ১৮:১২, ২১ সেপ্টেম্বর ২০২৫
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১২ জনের প্রাণহানি ঘটেছে। চলতি বছরে এক দিনে এটাই এখন পর্যন্ত সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। একই সময়ে নতুন করে আরও ৭৪০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার (২১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গতকাল শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টার তথ্য সংগ্রহ করে এই পরিসংখ্যান প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩৭ জন। রাজধানীর বাইরে বিভাগওয়ারি হিসেবে ভর্তি রোগীর সংখ্যা হলো- বরিশালে ১৬৫, ঢাকার অন্যান্য জেলায় ১৪৭, চট্টগ্রামে ৭৭, রাজশাহীতে ২৮, ময়মনসিংহে ২২, খুলনায় ৫২, রংপুরে ৩ ও সিলেটে ৯ জন।
২৪ ঘণ্টায় মারা যাওয়া ১২ জনের মধ্যে সমানভাবে ছয়জন পুরুষ ও ছয়জন নারী। এর মধ্যে বরিশাল বিভাগের ৫ জন, চট্টগ্রাম বিভাগের ১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২ জন এবং ময়মনসিংহ বিভাগের ১ জন রয়েছেন।
এ নিয়ে চলতি বছর (২১ সেপ্টেম্বর পর্যন্ত) মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৭৯ জনে। এছাড়া এ সময়ের মধ্যে সারাদেশে ৪১ হাজার ৮৩১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ইতোমধ্যে ৩৯ হাজার ৬৩১ জন চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন।
BD/AN