সুস্থ হওয়ার বদলে রোগীরা ভোগেন নতুন দুর্ভোগে

সুস্থ হওয়ার বদলে রোগীরা ভোগেন নতুন দুর্ভোগে ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:০৯, ২০ সেপ্টেম্বর ২০২৫

ভোলার বোরহানউদ্দিন ৫০ শয্যা সরকারি হাসপাতাল এখন চলছে মাত্র ৭ জন চিকিৎসকের ওপর ভর করে। পুরোনো ভবন ভেঙে ফেলার কারণে বর্তমানে নতুন ভবনের মাত্র ১৯ শয্যায় কার্যক্রম সীমাবদ্ধ। প্রতিদিন গড়ে প্রায় ৫০০ রোগী বহির্বিভাগে চিকিৎসা নিতে এলেও ডাক্তার ও বেড সংকটে সঠিক সেবা দেওয়া যাচ্ছে না।

হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রথম শ্রেণির ৩০টি অনুমোদিত পদের মধ্যে ২২টিই শূন্য পড়ে আছে। সার্জারি, মেডিসিন, অ্যানেসথেসিয়া, শিশু, চক্ষু, ইএনটি ও চর্ম বিভাগে বিশেষজ্ঞ কনসালটেন্টের পদ থাকলেও বহু বছর ধরে তা খালি।

মেডিকেল অফিসার ডা. প্রসেনজিৎ রায় বলেন, “ডিউটিতে থাকি মাত্র তিন থেকে চারজন ডাক্তার। সারাদিন রোগী দেখার পর পরদিন আবার আউটডোরে দায়িত্ব পালন করতে হয়। এতে নিজেরাই অসুস্থ হয়ে পড়ার ঝুঁকি তৈরি হচ্ছে।”

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নিরুপম সরকার জানান, “পুরাতন ৩১ শয্যার ভবনটি পরিত্যক্ত হয়ে গেছে। জনবল আর শয্যা সংকটের কারণে চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বারবার জানানো হলেও সমাধান হয়নি।”

ভোলা সিভিল সার্জন ডা. মু. মনিরুল ইসলাম বলেন, “ভোলা জেলায় মোট চিকিৎসকের ৬৫ শতাংশ আর নার্সের ৫২ শতাংশ পদ শূন্য। তবে আশা করছি চলতি বছর কিছুটা সমাধান আসবে।”

রোগীদের অভিযোগ, শয্যা সংকটের কারণে অনেককে মেঝেতে শুয়ে চিকিৎসা নিতে হচ্ছে, যা তাদের শারীরিক অবস্থাকে আরো জটিল করে তুলছে।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement