ম্যাচ চলাকালীন বোমা হামলা, নিহত ১, আহত অনেকে

Published : ১২:৫২, ৭ সেপ্টেম্বর ২০২৫
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখাওয়ার বাজৌর জেলায় ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় খার তেহসিলের কাউসার ক্রিকেট গ্রাউন্ডে ক্রিকেট ম্যাচ চলাকালীন এই বিস্ফোরণ ঘটে। পাকিস্তানের গণমাধ্যম ‘ডন’ এই তথ্য প্রকাশ করেছে।
স্থানীয় পুলিশ কর্মকর্তাদের বরাতে জানা গেছে, বিস্ফোরণটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) ব্যবহার করে ঘটানো হয়েছে। পুলিশ জানিয়েছে, হামলাটি একটি সুনির্দিষ্ট লক্ষ্যকে ধরে পরিকল্পিতভাবে চালানো হয়েছে। বিস্ফোরণের ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অনেকে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ আরও জানিয়েছে, বিস্ফোরণের পর হামলাকারীরা কোয়াডকপ্টারের মাধ্যমে স্থানীয় থানায়ও হামলা চালানোর চেষ্টা করেছিলেন। তবে সেটি লক্ষ্যভ্রষ্ট হয়ে যায় এবং বড় ধ্বংসের ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। হামলার দায় এখনো কোনো সন্ত্রাসবাদী বা জঙ্গি সংগঠন স্বীকার করেনি। তবে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধারণা করছে, তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এই হামলার সঙ্গে জড়িত থাকতে পারে।
উল্লেখ্য, পাকিস্তান সেনাবাহিনী গত জুলাই থেকে খাইবার পাখতুনখাওয়ার বাজৌর জেলায় ব্যাপক সন্ত্রাসবিরোধী অভিযান চালাচ্ছে। এই অভিযান জঙ্গিদের আস্তানা ধ্বংস এবং সীমান্তবর্তী অঞ্চলে নিরাপত্তা ফিরিয়ে আনার উদ্দেশ্যেই পরিচালিত হচ্ছে। তবে পুলিশের ধারণা, এই বিস্ফোরণ সম্ভবত সেই অভিযানের পাল্টা প্রতিক্রিয়া। সাম্প্রতিক সময়ে বাজৌর জেলায় টিটিপির কার্যক্রম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছিল, যা স্থানীয়দের নিরাপত্তার জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
এই ভয়াবহ ঘটনায় প্রাদেশিক ও কেন্দ্রীয় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য আরও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।
BD/AN