ইসরায়েলি হামলায় এক রাতে নিহত ১০৪ ফিলিস্তিনি

ইসরায়েলি হামলায় এক রাতে নিহত ১০৪ ফিলিস্তিনি ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৭:৩৬, ২৯ অক্টোবর ২০২৫

গাজায় আবারও রক্তাক্ত রাত কাটাল ফিলিস্তিনিরা। স্থানীয় সময় মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত থেকে শুরু হওয়া ইসরায়েলি বিমান ও স্থল হামলায় নতুন করে অন্তত ১০৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহতদের মধ্যে ৪৬ জনই শিশু। আহত হয়েছেন আরও কমপক্ষে ২৫৩ জন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১০ অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় অন্তত ২১১ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন ৫৯৭ জন। এছাড়া বিভিন্ন স্থানের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে আরও ৪৮২টি মরদেহ।

উল্লেখ্য, ইসরায়েলের গাজা অভিযান শুরু হয়েছিল ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক আক্রমণের পর। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান বলছে, এখন পর্যন্ত এই সংঘাতে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ হাজার ৬৪৩ জনে এবং আহত হয়েছেন অন্তত ১ লাখ ৭০ হাজার ৬৫৫ জন ফিলিস্তিনি। প্রতিদিনের অব্যাহত হামলায় এই সংখ্যা আরও বাড়ছে, যা আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে।

গাজার এই চলমান সংঘাত ক্রমেই মানবিক বিপর্যয়ে পরিণত হচ্ছে। যুদ্ধবিরতির প্রতিশ্রুতি বারবার ভঙ্গ হওয়ায় এবং নিরীহ নাগরিকদের ওপর হামলা অব্যাহত থাকায়, যুদ্ধবিরতির স্থায়িত্ব ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে আন্তর্জাতিক অঙ্গনে।

বেসামরিক প্রাণহানি ও মানবিক বিপর্যয় রোধে অবিলম্বে যুদ্ধবিরতি পুনর্বহাল এবং শান্তি প্রতিষ্ঠায় জরুরি আন্তর্জাতিক হস্তক্ষেপের দাবি জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংগঠন ও রাষ্ট্রীয় সংস্থা।

সূত্র: আল জাজিরা।

 

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement