২৪ ঘণ্টার মধ্যেই দেশের সোনার বাজারে নতুন ধাক্কা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বুধবার (২৯ অক্টোবর) রাতে ঘোষণা করেছে, দীর্ঘ চার দফা দাম কমানোর পর এবার আবারও সোনার মূল্য বাড়ানো হচ্ছে।
নতুন সিদ্ধান্তে ২২ ক্যারেট সোনার দাম এক ভরিতে ৮ হাজার ৯০০ টাকা বৃদ্ধি পেয়েছে। এর ফলে দেশের বাজারে ২২ ক্যারেট সোনার দাম আবারও ২ লাখ টাকার উপরে উঠে দাঁড়িয়েছে।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তেজাবি স্বর্ণের মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে নতুন এই দাম কার্যকর করা হয়েছে। নতুন দাম বৃহস্পতিবার (৩০ অক্টোবর) থেকে বাজারে প্রযোজ্য হবে। নতুন হারের হিসাব অনুযায়ী, ২২ ক্যারেট সোনার এক ভরি বিক্রি হবে ২ লাখ ২ হাজার ৭০৯ টাকায়।
এছাড়া, ২১ ক্যারেট সোনার এক ভরি দাম নির্ধারিত হয়েছে ১ লাখ ৯৩ হাজার ৫০৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৫৬ হাজার ৮৬২ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ১ লাখ ৩৭ হাজার ৮৪৫ টাকা।
বাজুস জানিয়েছে, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির হার পরিবর্তিত হতে পারে।
অন্যদিকে, রূপার দাম অপরিবর্তিত রয়েছে। নতুন মূল্যে ২২ ক্যারেট রুপার এক ভরি বিক্রি হচ্ছে ৪ হাজার ২৪৬ টাকায়। ২১ ক্যারেট রুপা ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেট রুপা ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ২ হাজার ৬০১ টাকায় বিক্রি হবে।
এর আগে দেশের বাজারে সোনার দাম সর্বশেষ পাঁচ দফা সমন্বয়ের মধ্যে চার দফা কমানো হয়েছিল। টানা চার দফায় সোনার দাম মোট ২৩ হাজার ৫৭৩ টাকা কমানো হয়েছিল। সর্বশেষ মঙ্গলবার রাতে বাজুস ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করেছিল ১ লাখ ৯৩ হাজার ৮০৯ টাকা।
সংক্ষেপে, দীর্ঘ চার দফা কমানোর পর সোনার বাজারে আবারও উত্থান, যা ক্রেতা ও বিনিয়োগকারীদের জন্য নতুন পরিস্থিতি সৃষ্টি করেছে।

































