বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে আসছে বিএনপি

বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে আসছে বিএনপি ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০০:৫২, ৩০ অক্টোবর ২০২৫

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও দলের কৌশলগত অবস্থান নিয়ে বিস্তারিত আলোচনা করতে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বিএনপি।

দলটি আগামী বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করবে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

দলীয় সূত্রে জানা গেছে, এই সংবাদ সম্মেলনে বিএনপির শীর্ষ নীতিনির্ধারকরা দলের স্থায়ী কমিটির বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলো এবং বর্তমান জাতীয় রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সাংবাদিকদের সামনে বক্তব্য দেবেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি বর্তমানে চূড়ান্ত প্রস্তুতির ধাপে রয়েছে। একদিকে দলটি নিজেদের প্রার্থী তালিকা চূড়ান্ত করার কাজ এগিয়ে নিচ্ছে, অন্যদিকে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গে আসন বণ্টন ও প্রার্থী সমন্বয় নিয়েও কাজ করছে।

এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার (২৮ অক্টোবর) বিএনপি মিত্র রাজনৈতিক জোট গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসে। গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সেই বৈঠকে গণতন্ত্র মঞ্চ তাদের ছয়জন শীর্ষ নেতার সম্ভাব্য আসনসংক্রান্ত তথ্য বিএনপিকে অবহিত করে বলে সূত্রে জানা গেছে।

এই সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা আগামী নির্বাচনে দলের অবস্থান, আন্দোলনের রূপরেখা এবং জোটভিত্তিক কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারেন বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement