ক্রেনে দোকান ভেঙে চুরি হল এটিএম বুথ

ক্রেনে দোকান ভেঙে চুরি হল এটিএম বুথ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০১:৫০, ৩০ অক্টোবর ২০২৫

যুক্তরাজ্যে এক অবিশ্বাস্য চুরির ঘটনায় প্রকাশ্যেই ক্রেন দিয়ে দোকানের একটি অংশ ভেঙে তুলে নেওয়া হয়েছে একটি এটিএম বুথ।

পুরো ঘটনাটি ভিডিওতে ধারণ হয়ে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে, যা এখন দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

টিআরটি মিডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ভিডিওতে দেখা যায়, মুখ ঢাকা অবস্থায় একদল ব্যক্তি পরিকল্পিতভাবে দোকানের সামনের দেয়াল ভেঙে ফেলে। এরপর ক্রেনের সাহায্যে এটিএম মেশিনটি উঠিয়ে নিয়ে যায় তারা। খুব অল্প সময়ের মধ্যেই সেটি অন্য একটি যানবাহনে করে অজানার পথে সরে পড়ে চোরচক্রটি।

স্থানীয়রা ধারণা করছেন, এটি ছিল পূর্বপরিকল্পিত একটি চুরি, যেখানে ক্রেন ব্যবহারের মাধ্যমে কয়েক মিনিটেই পুরো অপারেশন সম্পন্ন করা হয়।

চাঞ্চল্যকর এই ঘটনায় ইতোমধ্যে তদন্ত শুরু করেছে যুক্তরাজ্য পুলিশ। ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করা হয়েছে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। পুলিশ স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়েছে, কেউ যদি চুরির সময়ের কোনো তথ্য বা ভিডিও দেখে থাকেন, তাহলে যেন দ্রুত তা কর্তৃপক্ষকে জানান।

অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, এত বড় ও সংগঠিত চুরির ঘটনা যুক্তরাজ্যে বিরল হলেও সাম্প্রতিক সময়ে এটিএম বুথ চুরির প্রবণতা কিছুটা বেড়েছে, যা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement