টিকটক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে সিইসি

টিকটক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে সিইসি ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২৩:৪৮, ২৯ অক্টোবর ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য রোধে উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন প্ল্যাটফর্মটির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন।

বুধবার (২৯ অক্টোবর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

ইসি সূত্রে জানা যায়, সৌজন্য সাক্ষাৎ হলেও আলোচনায় মূল গুরুত্ব দেওয়া হয় নির্বাচনের সময় টিকটক ব্যবহার করে যেন কেউ ভুয়া তথ্য, বিদ্বেষমূলক প্রচার বা রাজনৈতিকভাবে প্রভাব ফেলতে পারে এমন কোনো কনটেন্ট ছড়াতে না পারে, সে বিষয়টি নিশ্চিত করা।

বৈঠকে উপস্থিত ছিলেন টিকটকের দক্ষিণ এশিয়ার প্রধান (পাবলিক পলিসি অ্যান্ড গভর্নমেন্ট রিলেশনস) ফেরদৌস মুত্তাকিম, বৈশ্বিক লিগ্যাল বিজনেস পার্টনার আদিল শাহ এবং টিকটকের বাংলাদেশ প্রধান আবু নাঈম।

বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নে টিকটকের প্রতিনিধিরা কোনো মন্তব্য করতে চাননি। অন্যদিকে, নির্বাচন কমিশনের কর্মকর্তারা বিষয়টিকে “সৌজন্যমূলক আলোচনা” বলে উল্লেখ করে বিস্তারিত জানাতে বিরত থাকেন।

তবে ইসি কর্মকর্তাদের একাংশ জানিয়েছেন, নির্বাচনকালীন ডিজিটাল তথ্যপ্রবাহ স্বচ্ছ ও নিরাপদ রাখতে টিকটকসহ অন্যান্য প্ল্যাটফর্মের সঙ্গেও আরও সমন্বয় সভা করা হবে, যাতে গুজব, বিভ্রান্তি ও অপপ্রচার ঠেকানো যায়।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement