পাকিস্তান জানালো—আফগান ভূমি থেকে হামলা হলে ’নিষ্পেষ’ করা হবে

পাকিস্তান জানালো—আফগান ভূমি থেকে হামলা হলে ’নিষ্পেষ’ করা হবে ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০৩:০৭, ৩০ অক্টোবর ২০২৫

ইস্তানবুলে তিন দিন চলা শান্তি আলোচনা ব্যর্থ — আফগানিস্তানকেই দায়ী করছে পাকিস্তান। দুই দেশের প্রতিনিধিদের মধ্যে কোনও সমঝোতা গড়ে না ওঠায় শান্তি প্রতিষ্ঠার পুরো প্রয়াসই ভেস্তে যায়।

পাকিস্তান অভিযোগ করছে, আফগানিস্তান তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) কর্মকাণ্ড থামাতে সহযোগিতা না করায় কথাবার্তার বাইরে রয়েছে।

এই অবস্থার মধ্যে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ কঠোর সতর্কতা জারি করেছেন। তিনি বলেছেন, যদি আবারও আফগানিস্তানের ভূখণ্ড থেকে অপপ্রবৃত্তি করে আত্মঘাতী বা অন্য কোনো ধরনের হামলা সংঘটিত হয়, তাহলে পাকিস্তান তালেবান শাসন ব্যবস্থাকে নিশ্চিহ্ন করে দেবে — প্রয়োজন হলে তাদের আবার গুহায় ঢুকিয়ে দেয়ার মতো কার্যক্রমও চালানো হবে। তিনি সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, আরেকটি বার যদি সন্ত্রাসীরা আফগানিস্তানের মাটি ব্যবহার করে আক্রমণ করে, তাহলে পাকিস্তানের ক্ষমতাসীন নেতারা আর চুপ থাকবে না।

খাজা আসিফের ভাষায়, পাকিস্তান বন্ধু দেশগুলোর অনুরোধে তালেবান সরকারের সঙ্গে শান্তিচুক্তি করার চেষ্টা করেছিল যাতে অশান্তি বন্ধ হওয়ার সম্ভাবনা তৈরি হয়। কিন্তু তালেবান সরকারের কিছু বক্তব্য প্রমাণ করে যে তাদের উদ্দেশ্য খারাপ এবং শাসনের অভ্যন্তরে দ্বন্দ্ব আছে। তিনি বলেছেন, তালেবান নেতাদের উচিত বুঝে নেওয়া যে, তাদের সম্পূর্ণ সৌধ ধ্বংস করে দেওয়ার জন্য পাকিস্তানের খুব সামান্য সামরিক শক্তিও যথেষ্ট।

প্রতিরক্ষামন্ত্রী আরো মন্তব্য করেছেন, তালেবানরা যদি যুদ্ধ চালাতে চায়, তাহলে তারা আগের মতোই হারবে — সেই দিনগুলোকে তিনি স্মরণ করিয়েছেন যখন তালেবান নেতারা গুহায় লুকিয়ে থেকে যুদ্ধ পরিচালনা করতেন এবং শেষে লেজ গুটিয়ে পালিয়ে গিয়েছিল। তার ভাষায়, তালেবানরা ক্ষমতা ধরে রাখতে এবং সংঘাতকে একটি অর্থনৈতিক উপায় হিসেবে বজায় রাখতে চায়; তারা নিজেরাই নিজেকে বিপজ্জনক অবস্থায় ঠেলে দিচ্ছে।

খাজা আসিফ একদিকে মনে করিয়ে দিয়েছেন যে আফগানিস্তানকে ‘সাম্রাজ্যবাদের কবরস্থান’ বলা হলেও বাস্তবে সেখানে সাধারণ মানুষের বিশাল বিনাশ-ক্ষতির হয়েছে; বহু বিদেশি সাম্রাজ্য ও শক্তি আফগানিস্তানে বিজয় পায়নি, বরং আফগান জনগণই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, পাকিস্তান কোনো সাম্রাজ্যবাদী শক্তি নয় — আমরা কোনো পক্ষেই সাম্রাজ্যবাদের প্রতিনিধি নই — কিন্তু যারা এই এলাকার অশান্তি ধরে রাখতে চায়, তাদের বোঝাতে হবে যে পাকিস্তান তাদের সাহস ও প্রতিজ্ঞাকে ভুল বুঝবে না।

সর্বশেষে প্রতিরক্ষামন্ত্রী স্পষ্ট ভাষায় বলেছে, যদি তালেবান বা তার মদদদাতারা পাকিস্তানের ভূখণ্ডে সন্ত্রাসী হামলা চালায়, তবে তাদের ফল ভোগ করতে হবে; পাকিস্তান চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রস্তুত।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement