নির্বাচন প্রতিহত করার কোনো শক্তি নেই : শফিকুল আলম

নির্বাচন প্রতিহত করার কোনো শক্তি নেই : শফিকুল আলম ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:৩৮, ৫ ডিসেম্বর ২০২৫

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন যে আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করা হবে। তার ভাষায়, এ নির্বাচন ঠেকিয়ে দেওয়ার মতো ক্ষমতা কারও নেই।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে মাগুরা সরকারি মডেল স্কুল মাঠে অনুষ্ঠিত আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এসব মন্তব্য করেন।

শফিকুল আলম বলেন, সব রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্য নিয়ে নির্বাচন কমিশন ইতোমধ্যেই দলগুলোর সঙ্গে প্রয়োজনীয় আলোচনা শেষ করেছে। দেশে স্থিতিশীলতা বজায় রেখে নির্বাচনের পরিবেশ নিশ্চিত করাই সরকারের প্রত্যাশা।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে প্রশ্ন করা হলে প্রেস সচিব জানান, এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো প্রতিবন্ধকতা নেই। দেশে ফেরার সিদ্ধান্ত সম্পূর্ণই তারেক রহমান এবং তার দলের অভ্যন্তরীণ বিষয়।

জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে কি না—এই প্রশ্নে তিনি বলেন, জাতীয় পার্টি অতীতে স্বৈরশাসনের ঘনিষ্ঠ সহযোগী ছিল এবং এখনো দলটি নিষিদ্ধ হয়নি। তারা নির্বাচন করবে কি না, সেটি সম্পূর্ণই তাদের নিজস্ব সিদ্ধান্ত হলেও, ইতিহাসে স্পষ্টভাবে উল্লেখ থাকবে যে আওয়ামী লীগের বিভিন্ন অনিয়ম ও অপকর্মে দলটি সক্রিয় সহযোগিতা করেছে।

‘মাইনাস ফোর ফর্মুলা’ নিয়ে চলমান রাজনৈতিক আলোচনার প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে যারা কথা তুলছেন তারা মূলত স্বৈরাচারী ধারা থেকে উঠে আসা রাজনৈতিক গোষ্ঠীর প্রতিনিধিত্ব করেন। সরকারের কোনো সময়েই ‘মাইনাস ফোর’ নামে কোনো সিদ্ধান্ত বা ধারণা উপস্থাপিত হয়নি। তিনি বলেন, যে ব্যক্তি ‘মাইনাস’-এর অবস্থায় রয়েছেন, তা তার বিরুদ্ধে হত্যার সঙ্গে সংশ্লিষ্ট গুরুতর অভিযোগের কারণেই।

তিনি আরও উল্লেখ করেন, জুলাই মাসের হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা সরকারের প্রধান অঙ্গীকার। তার কথায়, চব্বিশের জুলাইয়ে তৎকালীন ফ্যাসিবাদী সরকারের দমনমূলক অভিযানে বহু শিক্ষার্থী ও সাধারণ মানুষ প্রাণ হারান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেই সরকারের পরিচালিত গণহত্যার তথ্য-প্রমাণ ইতোমধ্যেই উপস্থাপিত হয়েছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement