জামায়াতে ইসলামী নেতার মৃত্যুতে শোক
Published : ১৯:১১, ৫ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের ওলামা বিভাগের টিম সদস্য ও রুকন মাওলানা শফিকুল্লাহ আল মাদানী ৪ ডিসেম্বর দিবাগত রাত ১২:১৫ টায় নিজ বাসায় ইন্তিকাল করেছেন। –ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি আকস্মিকভাবে স্ট্রোকের পাশাপাশি দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুস্থতা ও নানাবিধ শারীরিক জটিলতায় ভুগছিলেন।
মরহুমের বয়স হয়েছিল ৭৮ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, পাঁচ মেয়ে সহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর গ্রামের বাড়ী নোয়াখালী সদর, মধ্য করিমপুর গ্রামে।
মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়েছে তিন পর্যায়ে:
-
প্রথম জানাজা: সকাল ৯টা, আইএএস ক্যাম্পাস
-
দ্বিতীয় জানাজা: সকাল ১০টা, মিল্লাত টঙ্গী ক্যাম্পাস
-
তৃতীয় জানাজা: নোয়াখালীর জামেয়া মাদানীয়া
পরবর্তীতে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় জামায়াত নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
শোকবাণী
মাওলানা শফিকুল্লাহ আল মাদানীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।
নেতৃদ্বয় এক যৌথ শোকবাণীতে বলেন, মরহুম শফিকুল্লাহ আল মাদানী ছিলেন প্রখ্যাত আলেমে দ্বীন ও নিবেদিতপ্রাণ দাঈ। তিনি ছিলেন ইসলামী আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ সহযোদ্ধা, আইএএস ক্যাম্পাসসহ বহু সামাজিক প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত থেকে মানুষের কল্যাণে আজীবন নিরলসভাবে কাজ করে গেছেন।
মরহুম কুরআন-সুন্নাহর আদর্শের ভিত্তিতে দেশকে ন্যায়-ইনসাফভিত্তিক ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করার স্বপ্ন দেখতেন এবং জীবনের শেষ দিন পর্যন্ত এই লক্ষ্য নিয়ে কাজ করেছেন।
নেতৃদ্বয় মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং জান্নাতের আ’লা মাকাম দানের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন। এছাড়া, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সবরে জামিল ধারনের তাওফিক কামনা করেন।
বিডি/এএন




























