লিবিয়ার সেনাপ্রধানকে বহনকারী বিমানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন

লিবিয়ার সেনাপ্রধানকে বহনকারী বিমানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০৩:০৬, ২৪ ডিসেম্বর ২০২৫

লিবিয়ার সেনাবাহিনীর প্রধান মোহাম্মদ আলী আহমেদ আল-হাদদাদকে বহনকারী একটি বিমানের সঙ্গে তুরস্কের আকাশসীমায় যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, ফ্যালকন ৫০ মডেলের একটি ব্যবসায়িক জেট স্থানীয় সময় রাত ৮টা ১০ মিনিটে আঙ্কারা থেকে উড্ডয়ন করে। পরে রাত ৮টা ৫২ মিনিটে বিমানটির সঙ্গে যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যায়।

তিনি আরও বলেন, বিমানটি আঙ্কারা থেকে লিবিয়ার রাজধানী ত্রিপোলির উদ্দেশ্যে যাত্রা করছিল। পথিমধ্যে আঙ্কারার হায়মানা জেলার ওপর দিয়ে যাওয়ার সময় জরুরি অবতরণের জন্য একটি অনুরোধ পাঠানো হয়। তবে সেই অনুরোধের পর আর বিমানটির সঙ্গে কোনো ধরনের যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি।

ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী, ঘটনার পরপরই নিরাপত্তাজনিত কারণে আঙ্কারার এসেনবোবা বিমানবন্দর থেকে অন্যান্য ফ্লাইট সরিয়ে নেওয়া হয়। তুর্কি গণমাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, যে এলাকায় বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল সেখানে একটি উজ্জ্বল আলোর ঝলক দেখা গেছে। যদিও দেশটির কর্তৃপক্ষ এখনো নিশ্চিত করে বলেনি যে বিমানটি দুর্ঘটনার কবলে পড়েছে কি না।

আলজাজিরা জানায়, এ বিষয়ে লিবিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, লিবিয়ার সেনাপ্রধান চলতি সপ্তাহেই আঙ্কারা সফরে এসেছিলেন। সেখানে তিনি তুরস্কের সেনাপ্রধানসহ দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement