এক ওভারে পাঁচ উইকেট, গেদে প্রিয়ানন্দের নতুন ইতিহাস

এক ওভারে পাঁচ উইকেট, গেদে প্রিয়ানন্দের নতুন ইতিহাস ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:২৯, ২৩ ডিসেম্বর ২০২৫

ইন্দোনেশিয়ার ২৮ বছর বয়সী ডানহাতি পেসার গেদে প্রিয়ানন্দ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এক ওভারে পাঁচ উইকেট নেওয়ার অনন্য কীর্তি গড়ে ইতিহাস সৃষ্টি করেছেন।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) কম্বোডিয়ার বিপক্ষে খেলার সময় এই অসাধারণ পারফরম্যান্সটি করেছেন তিনি। ইন্দোনেশিয়া দল ১৬৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কম্বোডিয়া দল ১৫তম ওভারে মাত্র ৫ উইকেটে ১০৬ রান করছিল।

সেই ওভারের প্রথম তিন বলেই প্রিয়ানন্দ হ্যাটট্রিক সম্পন্ন করেন। চতুর্থ বল ডট রাখার পর বাকি দুটি উইকেটও তুলে নেন তিনি। ওই ওভারে কম্বোডিয়া দলের কাছে মাত্র ১ রান (ওয়াইড) ছাড়া আর কিছুই থাকে না। শেষ পর্যন্ত কম্বোডিয়া মাত্র ৬০ রানে হেরে যায়।

ব্যাটিংয়ে নিজে ওপেনিংয়ে নেমে প্রিয়ানন্দ ১১ বলে ৬ রান করেন। দলের অপর ওপেনার ধর্ম কেসুমা ৬৮ বলে ৮ চারের সাহায্যে ৬টি ছক্কায় ১১০ রান অপরাজিত থেকে দলের জয়ের পথে বড় অবদান রাখেন।

যদিও এই ধরনের কীর্তি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথমবার ঘটেছে, পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে এর আগেও এমন ঘটনা দু’বার ঘটেছে। ২০১৩-১৪ মৌসুমের বিজয় দিবস টি-টোয়েন্টি কাপে আল আমিন হোসেন এক ওভারে পাঁচ উইকেট নেন। এছাড়া ২০১৯-২০ মৌসুমের সৈয়দ মুশতাক আলী ট্রফির সেমিফাইনালে অভিমন্যু মিথুনও এক ওভারে পাঁচ উইকেট নেন।

এর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ওভারে সর্বোচ্চ চারটি উইকেট পড়ার ঘটনা ১৪ বার ঘটেছে, কিন্তু পাঁচ উইকেট নেওয়া প্রথমবারের মতো ঘটেছে। প্রিয়ানন্দের এই অসাধারণ পারফরম্যান্স আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায় হিসেবে চিহ্নিত হলো।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement