লিওনেল মেসির বোন মারিয়া সল আহত, বিয়ের দিন পরিবর্তন
Published : ১৭:৫৫, ২৩ ডিসেম্বর ২০২৫
যুক্তরাষ্ট্রের মায়ামিতে একটি দুর্ঘটনার শিকার হয়েছেন ফুটবল মহাতারকা লিওনেল মেসির বোন মারিয়া সল। দুর্ঘটনায় তার শরীরের কিছু অংশ পুড়ে গেছে এবং মেরুদণ্ডের কশেরুকা ক্ষতিগ্রস্ত হয়েছে।
এই কারণে মারিয়ার বিয়ের দিনও পেছানো হয়েছে। পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী তার বিয়ে ৩ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, যা এখন অনির্দিষ্ট সময়ের জন্য স্থগিত রাখা হয়েছে।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম ক্লারিন জানিয়েছে, দুর্ঘটনার খবর নিজেই মারিয়া সল নিশ্চিত করেছেন। এছাড়া তার মা সেলিয়া এবং আর্জেন্টিনার প্রখ্যাত সাংবাদিক ও টিভি উপস্থাপক আনহেল দি ব্রিতোও বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমানে মারিয়া বিপদমুক্ত আছেন, তবে সম্পূর্ণ সুস্থ হতে তাকে দীর্ঘদিন বিশ্রামে থাকতে হবে।
মেসির জন্মস্থান রোজারিওতে এই বিয়ের আয়োজন হওয়ার কথা ছিল। মারিয়ার মা সেলিয়া জানিয়েছেন, মারিয়া একটি এসইউভি গাড়ি চালানোর সময় দেয়ালে ধাক্কা মেরেছিলেন। এতে তার কবজি পুড়ে গেছে, মেরুদণ্ডের দুটি কশেরুকা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং গোড়ালিতেও আঘাত পেয়েছেন।
মারিয়ার প্রেমিক হুলিয়ান, যিনি ইন্টার মায়ামির অনূর্ধ্ব-১৯ দলের সহকারী কোচ হিসেবে কাজ করছেন, ১২ বছরের দীর্ঘ সম্পর্কের অংশ হিসেবে তার সঙ্গে রোজারিওর দক্ষিণাঞ্চলীয় লা বাজাদা এলাকায় বড় হয়েছেন।
ব্যবসায়ী হিসেবে মারিয়া ‘বিকিনিস রিও’ নামে মেয়েদের সাঁতারের পোশাক প্রস্তুতকারী ব্র্যান্ডের মালিক।
দুর্ঘটনার কারণে মারিয়ার বিয়ে পেছানোর খবর ফুটবল ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোক সৃষ্টি করেছে। সবাই তার দ্রুত সুস্থতা কামনা করছেন।
বিডি/এএন
































