চাষের জন্য মাটি খুঁড়তে গিয়ে গুপ্তধন পেলেন ২ কৃষক

চাষের জন্য মাটি খুঁড়তে গিয়ে গুপ্তধন পেলেন ২ কৃষক ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:৩৬, ২০ জানুয়ারি ২০২৬

পোল্যান্ডের বাকোয়েক উইকি অঞ্চলে জমিতে চাষের প্রস্তুতি নিতে গিয়ে দুই কৃষক হঠাৎ করেই এক বিস্ময়কর গুপ্তধনের সন্ধান পান।

মাটি খুঁড়তে গিয়ে তাদের চোখে পড়ে মাটির নিচে পোঁতা একটি পুরোনো সিরামিকের পাতিল। পরে সেটি খুলে দেখা যায়, ভেতরে সযত্নে রাখা রয়েছে মোট ১৬২টি রূপার মুদ্রা।

বিশেষজ্ঞদের প্রাথমিক বিশ্লেষণে জানা গেছে, উদ্ধার হওয়া এসব মুদ্রা আনুমানিক ১৬৬০ থেকে ১৬৮০ সালের মধ্যবর্তী সময়ের। এগুলো কোনো স্মারক বা প্রতীকী মুদ্রা নয়, বরং সে সময়ের দৈনন্দিন লেনদেনে ব্যবহৃত বাস্তব মুদ্রা ছিল। মুদ্রাগুলোর পাশাপাশি ওই পাতিলের আশপাশ থেকে আরও কিছু ঐতিহাসিক নিদর্শন উদ্ধার করা হয়েছে, যা তৎকালীন মানুষের জীবনযাপন, অর্থনৈতিক অবস্থা ও সামাজিক বাস্তবতা সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা দিতে পারে।

এই মুদ্রা ও অন্যান্য ঐতিহাসিক সামগ্রী উদ্ধারের খবর দ্রুত ছড়িয়ে পড়লে পোল্যান্ডের প্রত্নতত্ত্ব বিভাগ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল ঘিরে ফেলে। এরপর সেখানে আরও বিস্তৃতভাবে খনন কার্যক্রম শুরু করা হয়। প্রত্নতত্ত্ববিদরা আশাবাদী যে, এই আবিষ্কার ১৬৫০ সালের পরবর্তী সময়ের পোলিশ জনজীবন ও ইতিহাসের অজানা অনেক তথ্য নতুনভাবে সামনে আনবে।

হঠাৎ করে পাওয়া এই গুপ্তধনের সন্ধান দুই কৃষকের স্বাভাবিক জীবনে যেমন আলোড়ন সৃষ্টি করেছে, তেমনি পোল্যান্ডের ইতিহাস ও প্রত্নতাত্ত্বিক গবেষণায়ও এক নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement