প্রেমিকের স্ত্রীকে যে কারণে এইচআইভি ইঞ্জেকশন দিলেন তরুণী

প্রেমিকের স্ত্রীকে যে কারণে এইচআইভি ইঞ্জেকশন দিলেন তরুণী ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২০:০৮, ২৫ জানুয়ারি ২০২৬

প্রেম ভাঙার রাগে অন্ধ্রপ্রদেশে এক তরুণী তার প্রেমিকের স্ত্রীকে এইচআইভি আক্রান্ত করার চেষ্টা করেছেন। প্রেমিকের সঙ্গে সম্পর্ক শেষ হওয়ার পর অন্য এক নারীকে বিয়ে করার ঘটনা তাকে উগ্র রাগে ফেলেছিল। সে পরিস্থিতিতে বসুন্ধরা নামে এই তরুণী তার পরিকল্পনা বাস্তবায়ন করেন।

পুলিশ জানায়, বসুন্ধরা তার সহযোগী জ্যোতি ও জ্যোতির দুই সন্তানকে সঙ্গে নিয়ে ৯ জানুয়ারি কুর্নুলে এই ভয়ঙ্কর ঘটনা ঘটান। জ্যোতি একজন নার্স হিসেবে কর্মরত ছিলেন এবং বসুন্ধরা তাঁর সাহায্যে একজন এইচআইভি আক্রান্ত মহিলার রক্ত সংগ্রহ করেছিলেন। পরে সেই রক্ত ব্যবহার করে বসুন্ধরা প্রেমিকের স্ত্রীর শরীরে ইঞ্জেকশন দেন।

ঘটনার প্রেক্ষাপটও ছিল সুপরিকল্পিত। বসুন্ধরা ও তার সহযোগীরা প্রথমে একটি সড়ক দুর্ঘটনা ঘটিয়ে প্রেমিকের স্ত্রীকে আহত করেন। আহত অবস্থায় সাহায্য করতে এগিয়ে আসার সুযোগে বসুন্ধরা ওই ইঞ্জেকশন দেন এবং দ্রুত পালিয়ে যান। পরে আহত নারী তার চিকিৎসক স্বামীকে বিষয়টি জানান। স্বামী অভিযোগ করার পর পুলিশ দ্রুত বসুন্ধরা, জ্যোতি ও জ্যোতির দুই সন্তানকে গ্রেপ্তার করে।

পুলিশ জানাচ্ছে, ঘটনার সঙ্গে জড়িত চারজনের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement