শাড়িতে মুগ্ধতা ছড়ালেন মেহজাবীন

শাড়িতে মুগ্ধতা ছড়ালেন মেহজাবীন

বিনোদন ডেস্ক:

Published : ১৩:০৮, ১৪ জুলাই ২০২৪

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী প্রতিনিয়ত ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শকদের মাঝে মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছেন। পর্দায় নিজের চরিত্রকে বাস্তবতার রূপে ফুটিয়ে তুলতে যেন চেষ্টার শেষ নেই তার।

সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব এই অভিনেত্রী। প্রায় সময়ই সুন্দর মুহূর্তের ছবি কিংবা ভিডিও শেয়ার করে মুগ্ধতা ছড়ান ভক্তদের মাঝে। এবার তার ব্যতিক্রম হলো না।

রোববার (১৪ জুলাই) নিউইয়র্কের বাফেলোতে রয়েছেন মেহজাবীন। সেখান থেকেই শাড়িতে নেটিজেনদের নজর কাড়লেন তিনি।

নিজের ভেরিফায়েড ফেসবুকে কয়েকটি ছবি শেয়ার করেছেন মেহজাবীন। ছবিতে দেখা যায়, অভিনেত্রীর পরনে রয়েছে অরেঞ্জ রংয়ের একটি শাড়ি, ম্যাচিং ব্লাউজ। সঙ্গে কানে ঝুল কানের দুল এবং খোপায় সাদা ফুল। হালকা মেকাপে যেন লাস্যময়ী রুপে ধরা দিয়েছেন মেহজাবীন। বেশ হাস্যোজ্জ্বল মুখেই ক্যামেরায় পোজও দিয়েছেন এই অভিনেত্রী।

মেহজাবীন পোস্টটি দেওয়া মাত্রই নেটিজেনদের মন্তব্যের ঝড় উঠেছে তার কমেন্ট বক্সে। তবে সেখানে মন্তব্য করতে দেখা যায় সাবিলা নূরকে। অভিনেত্রী বলেন, মেহজাবীনের ছবিটি তিনিই ক্যামেরায় ধারণ করেছেন।

বিডি/ও

শেয়ার করুনঃ
Advertisement