আরব আমিরাতের ভিসা নিষেধাজ্ঞায় বাংলাদেশসহ ৯ দেশ

Published : ১৩:৩১, ২০ সেপ্টেম্বর ২০২৫
বাংলাদেশসহ মোট ৯টি দেশের নাগরিকদের জন্য পর্যটন ও কর্ম ভিসার ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। এই সিদ্ধান্ত ২০২৬ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে। একই সঙ্গে ব্যবসায়িক উদ্দেশ্যে প্রবেশ করতেও এসব দেশের নাগরিকরা আপাতত অনুমতি পাবেন না।
শনিবার (২০ সেপ্টেম্বর) ইউএইভিসা অনলাইন ডটকম এ তথ্য জানিয়েছে।
যদিও ইউএই সরকার এই ভিসা নিষেধাজ্ঞার বিস্তারিত কারণ প্রকাশ করেনি, তবে একাধিক সূত্র বলছে সম্ভাব্য কারণগুলোর মধ্যে রয়েছে -
সন্ত্রাসবাদ বা অবৈধ কার্যকলাপের ঝুঁকি থেকে নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা,
উপসাগরীয় অঞ্চলে কূটনৈতিক উত্তেজনা,
এবং কোভিড-১৯ নিয়ন্ত্রণে কঠোর প্রবেশ প্রোটোকল বাস্তবায়ন।
ইউএই কর্তৃপক্ষ জানিয়েছে, এই নিষেধাজ্ঞা সাময়িক এবং নিরাপত্তা ও স্বাস্থ্য পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তীতে তা পুনর্বিবেচনা করা হতে পারে।
ইউএই ইমিগ্রেশন বিভাগের সার্কুলার অনুযায়ী, বর্তমানে যেসব দেশের নাগরিকরা টুরিস্ট ভিসা ও ওয়ার্ক পারমিটের আবেদন করতে পারছেন না, সেগুলো হলো -
আফগানিস্তান
লিবিয়া
ইয়েমেন
সোমালিয়া
লেবানন
বাংলাদেশ
ক্যামেরুন
সুদান
উগান্ডা
এই নিষেধাজ্ঞা প্রবাসী সম্প্রদায় এবং কূটনৈতিক সম্পর্কের ওপরও প্রভাব ফেলেছে। যেমন—
বাংলাদেশ, পাকিস্তান ও আফ্রিকার দেশগুলোর প্রবাসীরা ওয়ার্ক পারমিট নবায়ন ও নতুন চাকরির আবেদনে সমস্যায় পড়ছেন।
ইউএই এবং নিষিদ্ধ দেশগুলোর মধ্যে ব্যবসা ও পর্যটন কার্যক্রমে মন্দা দেখা দিয়েছে।
তবে ইতোমধ্যেই বৈধ ভিসা নিয়ে ইউএই-তে বসবাসরত নাগরিকরা এর আওতায় পড়বেন না। তারা আগের মতোই বসবাস ও কাজ চালিয়ে যেতে পারবেন।
নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে সংশ্লিষ্ট দেশের নাগরিকরা আবারও ইউএই ভ্রমণ ভিসা, স্বল্প ও দীর্ঘমেয়াদি পর্যটন ভিসা, এবং বৈধভাবে চাকরির জন্য ওয়ার্ক পারমিটের আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে অফিসিয়াল চ্যানেল— যেমন ভিসা অনলাইন পোর্টাল, দূতাবাস বা ইমিগ্রেশন কর্তৃপক্ষের মাধ্যমে।
২০২৬ সালে কার্যকর হওয়া এই নিষেধাজ্ঞার তালিকায় আপাতত ৯টি দেশ থাকছে। তবে কবে এটি তুলে নেওয়া হবে তা এখনো নিশ্চিত করেনি ইউএই সরকার।
BD/AN