ওমানে সড়ক দুর্ঘটনায় ৮ বাংলাদেশির মৃত্যু

ওমানে সড়ক দুর্ঘটনায় ৮ বাংলাদেশির মৃত্যু ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৪:০১, ৯ অক্টোবর ২০২৫

ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৮ বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। নিহতদের সবাই চট্টগ্রামের বাসিন্দা। দুর্ঘটনা বুধবার (৮ অক্টোবর) বিকেলে দুকুম অঞ্চলের সিদরা এলাকায় ঘটে।

মাস্কাটের বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (শ্রম) রাফিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাছ ধরার উদ্দেশ্যে ৯ বাংলাদেশি শ্রমিক মাইক্রোবাসে যাচ্ছিলেন। পথে একটি বড় ফিশিং কন্টেইনার ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই ৭ জন নিহত হন, একজনের মৃত্যু হাসপাতালে নেওয়ার পর হয়। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি চালক বর্তমানে আশঙ্কামুক্ত।

দূতাবাস জানিয়েছে, ঘটনাস্থলে একজন কর্মকর্তা গিয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছেন। নিহতদের মরদেহ স্থানীয় হাসপাতালে রাখা হয়েছে। আইনি ও আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ হলে দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement