পাঁচ শ্রেণির করদাতাকে অনলাইন রিটার্ন জমার বাধ্যবাধকতা থেকে ছাড় দিয়েছে এনবিআর

পাঁচ শ্রেণির করদাতাকে অনলাইন রিটার্ন জমার বাধ্যবাধকতা থেকে ছাড় দিয়েছে এনবিআর

The Business Daily

Published : ১৪:২৪, ১২ আগস্ট ২০২৫

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০২৫-২০২৬ করবর্ষের জন্য স্বাভাবিক ব্যক্তি করদাতাদের জন্য অনলাইনে আয়কর রিটার্ন জমা বাধ্যতামূলক ঘোষণা করলেও পাঁচ শ্রেণির করদাতাকে এই বাধ্যবাধকতা থেকে ছাড় দেওয়া হয়েছে। প্রবীণ, শারীরিকভাবে অক্ষম, বিদেশে অবস্থানরত বাংলাদেশি, মৃত করদাতার আইনগত প্রতিনিধি ও বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক এই শ্রেণিতে অন্তর্ভুক্ত। তারা ইচ্ছা করলে অনলাইনে রিটার্ন জমা দিতে পারবেন। অন্যদের জন্য অনলাইন রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক থাকবে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০২৫-২০২৬ করবর্ষ থেকে দেশের সব স্বাভাবিক ব্যক্তি করদাতাদের জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে। এনবিআরের চেয়ারম্যান আবদুর রহমান খান স্বাক্ষরিত বিশেষ আদেশ অনুযায়ী, আয়কর আইন, ২০২৩-এর ধারা ৩২৮-এর উপধারা (৪)-এর ক্ষমতাবলে এই নির্দেশনা জারি করা হয়েছে।

তবে এই নির্দেশনায় পাঁচ শ্রেণির করদাতাকে অনলাইন রিটার্ন জমার বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেয়া হয়েছে। প্রথম শ্রেণি হল ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের প্রবীণ করদাতা। দ্বিতীয় শ্রেণিতে রয়েছে শারীরিকভাবে অক্ষম বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, যাদের জন্য সনদ দাখিল বাধ্যতামূলক। তৃতীয় শ্রেণির মধ্যে আছেন বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা। চতুর্থ শ্রেণিতে মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি এবং পঞ্চম শ্রেণিতে বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক।

এই পাঁচ শ্রেণির করদাতারা চাইলে স্বেচ্ছায় অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে পারবেন। অন্য সব স্বাভাবিক ব্যক্তি করদাতাদের জন্য অনলাইনে রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক থাকবে।

এনবিআর আশা করছে, এই পদক্ষেপ কর ফাইলিং প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, সহজ ও দ্রুত করবে। করদাতাদের সুবিধার্থে অনলাইন সিস্টেম আরও উন্নত করা হবে এবং প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সচেতনতা কর্মসূচি গ্রহণ করা হবে। বিশেষ করে প্রবীণ ও শারীরিক প্রতিবন্ধী করদাতাদের জন্য সহজলভ্য বিকল্প ব্যবস্থার সুযোগ প্রদান নিশ্চিত করা হবে।

বিশেষজ্ঞরা বলছেন, ডিজিটাল রূপান্তর দেশের কর ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আনবে এবং স্বচ্ছতা ও আয়কর সংগ্রহ বৃদ্ধিতে সহায়ক হবে। করদাতাদের জন্য সরকারি সেবার মান উন্নয়নে এনবিআরের এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা মন্তব্য করেছেন।

A

শেয়ার করুনঃ
Advertisement