মেজর (অব.) সিনহা হত্যা মামলায় ওসি প্রদীপের ফাঁসির তারিখ ঘোষণার দাবি এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশনের

মেজর (অব.) সিনহা হত্যা মামলায় ওসি প্রদীপের ফাঁসির তারিখ ঘোষণার দাবি এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশনের

The Business Daily

Published : ১৬:০২, ১২ আগস্ট ২০২৫

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক ওসি প্রদীপ কুমার দাশের ফাঁসি কার্যকরের তারিখ অবিলম্বে ঘোষণার দাবি জানিয়েছে। সংগঠনের সেক্রেটারি লেফটেন্যান্ট (অব.) সাইফুল্লাহ খাঁন সাইফ অভিযোগ করেন, দণ্ড কার্যকরে অযথা বিলম্ব ন্যায়বিচার, শহীদের আত্মা এবং জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল। উপস্থিত বক্তারা দ্রুত রায় কার্যকর করে বিচার ব্যবস্থার প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনার আহ্বান জানান।

মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার প্রধান আসামি ও সাবেক টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশের ফাঁসি কার্যকরের তারিখ অবিলম্বে ঘোষণার দাবি জানিয়েছে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন। সোমবার (১১ আগস্ট) দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই দাবি তোলা হয়।

সংগঠনের সেক্রেটারি লেফটেন্যান্ট (অব.) সাইফুল্লাহ খাঁন সাইফ বলেন, “ওসি প্রদীপের বিরুদ্ধে আদালতের রায় বহু আগেই ঘোষণা হয়েছে, যেখানে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। কিন্তু এখনো ফাঁসি কার্যকরের তারিখ নির্ধারণ হয়নি। এই বিলম্ব ন্যায়বিচারের প্রতি অবমাননা, শহীদের আত্মার প্রতি বিশ্বাসঘাতকতা এবং জাতির সঙ্গে প্রহসন।”

তিনি আরও বলেন, দীর্ঘসূত্রতার কারণে মামলার রায় কার্যকর প্রক্রিয়া ব্যাহত হচ্ছে, যা জনগণের মধ্যে হতাশা সৃষ্টি করছে। দ্রুত রায় কার্যকর করা হলে তা হবে আইনের শাসন প্রতিষ্ঠার দৃষ্টান্ত এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত অন্যান্য বক্তারা বলেন, মেজর (অব.) সিনহা হত্যা শুধু একজন সাবেক সেনা কর্মকর্তার জীবন কেড়ে নেয়নি, বরং দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশ্বাসযোগ্যতাকেও প্রশ্নবিদ্ধ করেছে। তাই রায় দ্রুত কার্যকর করা হলে জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং বিচারব্যবস্থার প্রতি সম্মান বৃদ্ধি পাবে।

বক্তারা সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানান, যেন অবিলম্বে ফাঁসির তারিখ ঘোষণা করে এ মামলার বিচার প্রক্রিয়া চূড়ান্ত করা হয়।

শেয়ার করুনঃ
Advertisement