বদরুদ্দীন উমর ছিলেন স্বাধীন বিবেকের প্রতীক: তারেক রহমান

Published : ১৬:২০, ৭ সেপ্টেম্বর ২০২৫
বদরুদ্দীন উমর ছিলেন এ দেশের স্বাধীন বিবেকের প্রতীক- এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার সকালে তাঁর মৃত্যুতে শোক জানিয়ে পাঠানো এক বিবৃতিতে তিনি এ অভিমত প্রকাশ করেন।
বিবৃতিতে তারেক রহমান বলেন, বারবার রাজরোষের শিকার হয়েও বদরুদ্দীন উমর তাঁর আদর্শে অটল থেকেছেন। ভয় বা হুমকি কোনো কিছুই তাঁকে দায়িত্ব ও কর্তব্য থেকে বিচ্যুত করতে পারেনি। স্বৈরতন্ত্রের ভয়-ভীতি উপেক্ষা করে তিনি অকুণ্ঠভাবে নিজের মতামত প্রকাশ করেছেন। তিনি এ দেশে ছিলেন এক স্বাধীনচেতা বিবেকের প্রতিমূর্তি।
রোববার সকাল ১০টার দিকে অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন।
বদরুদ্দীন উমরের রুহের মাগফিরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
তারেক রহমান আরও বলেন, বামপন্থী প্রগতিশীল রাজনীতির পথিকৃৎ, শিক্ষক, গবেষক, লেখক ও বুদ্ধিজীবী বদরুদ্দীন উমরের প্রস্থান আমাকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে গভীরভাবে মর্মাহত করেছে। নির্ভীক কণ্ঠস্বরের এই স্বাধীনচেতা চিন্তাবিদের মৃত্যু জাতির জন্য এক বিরাট ক্ষতি।
তিনি উল্লেখ করেন, জনগণের বেদনা ও সম্মানকে গভীরভাবে অনুভব করে সেটিকে প্রতিবাদের ভাষায় রূপ দিতে পারতেন বদরুদ্দীন উমর। ‘৫২-এর ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার সংগ্রাম, এমনকি পরবর্তী সময়ে সকল স্বৈরতন্ত্রবিরোধী আন্দোলনে তাঁর চিন্তা, লেখনী ও সক্রিয় অংশগ্রহণ ছিল অম্লান স্মৃতি। জাতির ইতিহাসের ক্রান্তিকালে সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক পরিবর্তন নিয়ে তাঁর গবেষণাধর্মী গ্রন্থসমূহ চিরকাল অমূল্য সম্পদ হয়ে থাকবে।
BD/AN