প্রতিবেশী রাষ্ট্র ভারত থেকে দেশে ফেরার পথে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন দীপ্ত মণ্ডল (৩২)। শনিবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে তাকে আটক করা হয় এবং পরবর্তীকালে রাতেই দাকোপ থানায় হস্তান্তর করা হয়।
গ্রেপ্তার দীপ্ত মণ্ডল খুলনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ননী গোপাল মণ্ডলের ছেলে। জানা যায়, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের পর থেকে তিনি ভারতে অবস্থান করছিলেন।
দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, দীপ্ত মণ্ডল গত বছরের ২৬ নভেম্বর দাকোপ থানায় নাশকতা মামলার এজাহারনামীয় আসামি ছিলেন। রোববার তাকে খুলনার আদালতে হাজির করা হয়, যেখানে শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।