সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমকে শোকজ, অর্থাৎ কারণ দর্শানোর নোটিশ, পাঠানো হয়েছে আদালতের তরফ থেকে। তবে রোববার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত নোটিশটি জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছায়নি বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তিনি নিজেই।
এর আগে, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সিলেটের সিনিয়র সহকারী জজ (সদর আদালত) এই শোকজ জারি করেন।
আদালত সূত্রে জানা গেছে, খাজাঞ্চিবাড়ি এলাকার স্বনামধন্য ইংরেজি মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠান দি সিলেট খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের (এসকেআইএসসি) দুই শিক্ষক এবং ভাইস প্রিন্সিপালের বহিষ্কারের ঘটনায় দায়ের করা একটি রিটের প্রেক্ষিতে জেলা প্রশাসককে শোকজ দেওয়া হয়েছে।
নোটিশে জেলা প্রশাসককে ১৫ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
শোকজ পাঠানোর বিষয়টি রোববার রাতে নিশ্চিত করেছেন খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষিকা আবেদা হকের আইনজীবী ইরশাদুল হক।