সরকার শিগগিরই সঞ্চয়পত্রের নতুন সিদ্ধান্ত ঘোষণা করবে

সরকার শিগগিরই সঞ্চয়পত্রের নতুন সিদ্ধান্ত ঘোষণা করবে ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:৫৫, ১৩ অক্টোবর ২০২৫

সরকার এবার সঞ্চয়পত্র নিয়ে নতুন সিদ্ধান্তের পথে। এর অংশ হিসেবে আগামী বছর আরও সুদহার কমানোর পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই উদ্যোগকে বাণিজ্যিক ব্যাংকগুলো ইতিবাচক হিসেবে দেখলেও বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

বর্তমানে সঞ্চয়পত্রের নিরাপত্তার ওপর অনেকের ভরসা থাকলেও, সুদহার কমালে আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। উচ্চ মূল্যস্ফীতির মধ্যে সাধারণ মানুষ আর্থিকভাবে টিকে থাকার জন্য সঞ্চয়পত্রে ভরসা রাখে, আবার সরকারেরও বাজেট ঘাটতি মেটাতে এই সঞ্চয়পত্র গুরুত্বপূর্ণ। বিভিন্ন মেয়াদি সঞ্চয়পত্রের উচ্চ সুদে বিক্রির মাধ্যমে সরকার অর্থনীতির সচলতা বজায় রাখে এবং বড় জনগোষ্ঠীকে আর্থিক নিরাপত্তা দেয়।

তবে ধীরে ধীরে সঞ্চয়পত্রের আকর্ষণ কমানো হচ্ছে। চলতি বছরের জুন থেকে ডিসেম্বর পর্যন্ত সুদহার কমিয়ে সর্বোচ্চ ১১.৯৮ শতাংশ এবং সর্বনিম্ন ৯.৭২ শতাংশ নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, সরকার চাইছে মানুষ যেন ট্রেজারি বন্ড বা বিলে বিনিয়োগের দিকে ঝুঁকে।

রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোও সুদহার কমানোর পক্ষে। অগ্রণী ব্যাংক পিএলসির চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ বলেছেন, এখন মূল্যস্ফীতি এক অঙ্কে নেমেছে, তাই সঞ্চয়পত্রের সুদ কমানো স্বাভাবিক। তা না হলে সরকার ঋণ পরিশোধে সমস্যায় পড়বে।

অর্থনীতিবিদরা মনে করান, মন্দা বিনিয়োগের কারণে কর্মসংস্থান ও আয়ের সুযোগ সংকুচিত হচ্ছে। এজন্য নির্ভরযোগ্য অবসর জীবনের জন্য এবং বয়স্ক জনগোষ্ঠীর জন্য বিকল্প নিরাপদ বিনিয়োগ মাধ্যম প্রয়োজন।

গত অর্থবছরে সঞ্চয়পত্রে নিট বিক্রি ঋণাত্মক ছিল—প্রায় ৬ হাজার ৬৩ কোটি টাকা, অর্থাৎ বিক্রির চেয়ে বেশি টাকা পূর্ববর্তী সঞ্চয়পত্রের সুদ ও আসল পরিশোধে গেছে।

বিআইবিএমের সাবেক মহাপরিচালক ড. তৌফিক আহমেদ চৌধুরী বলেন, যারা দীর্ঘদিন সঞ্চয়পত্রের ওপর নির্ভর করতেন, তাদের উচিত বিকল্প বিনিয়োগ উৎস ভাবা। এককভাবে সঞ্চয়পত্রে ভরসা আর বাস্তবসম্মত নয়। আন্তর্জাতিক সংস্থা যেমন আইএমএফ ও বিশ্বব্যাংকও এই বিষয়ে প্রশ্ন তুলছে।

সারসংক্ষেপে, সরকারের পরিকল্পনা সঞ্চয়পত্রের সুদ কমানোর দিকে, যা বিনিয়োগকারীদের জন্য সতর্কবার্তা। একই সঙ্গে এটি আর্থিক বাজারে নতুন বিনিয়োগের দিকেও মানুষকে উৎসাহিত করবে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement