প্রাথমিকে গানের শিক্ষক নিয়োগ আপাতত বন্ধ: ধর্ম উপদেষ্টা

Published : ১৭:২৮, ১৩ অক্টোবর ২০২৫
হেফাজতে ইসলামের কর্মসূচি ও প্রাথমিক শিক্ষায় গানের শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, আপাতত প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে না।
সোমবার (১৩ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি জানান, প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগ সরাসরি তার মন্ত্রণালয়ের আওতায় না থাকলেও বিষয়টি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব।
তবে হেফাজতসহ বিভিন্ন আলেম-ওলামার পক্ষ থেকে পাঠ্যক্রমে সংগীত অন্তর্ভুক্তির বিষয়ে আপত্তি থাকায় বিষয়টি নিয়ে আলোচনা প্রয়োজন। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
এছাড়া প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের অগ্রগতি সম্পর্কেও তিনি বলেন, এটি তার মন্ত্রণালয়ের আওতায় না থাকার কারণে তিনি বিস্তারিত বলতে পারছেন না। বর্তমানে হেফাজতের আপত্তি ও অন্যান্য ইসলামি দলের দাবি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পর্যালোচনা করছে।
সংক্ষেপে, প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগ আপাতত বন্ধ রয়েছে, এবং ধর্মীয় শিক্ষক নিয়োগ বিষয়ক চূড়ান্ত সিদ্ধান্ত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের হাতে।
বিডি/এএন