পাবনার সেন্ট্রাল হাসপাতালে নারী রোগীর সঙ্গে যৌন হয়রানি

পাবনার সেন্ট্রাল হাসপাতালে নারী রোগীর সঙ্গে যৌন হয়রানি ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৯:১৫, ১৯ অক্টোবর ২০২৫

পাবনা শহরের একটি বেসরকারি হাসপাতালে এক নারী রোগীকে যৌন হয়রানির অভিযোগে পুলিশ তিনজন কর্মীকে গ্রেপ্তার করেছে। ঘটনা ঘটেছে শনিবার (১৮ অক্টোবর) রাতের দিকে পাবনা শহরের সেন্ট্রাল হাসপাতালে।

গ্রেপ্তাররা হলেন—পাবনা সদর উপজেলার গাছপাড়া এলাকার আবুল হোসেন (৩০), ভাঙ্গুড়া উপজেলার আব্দুল্লাহ আল মামুন (২৪) এবং পাবনা পৌর সদরের চক পৈলানপুর এলাকার মোত্তাকিন বিশ্বাস (৩৭)।

সূত্র জানায়, শনিবার রাতে শহরের সদর হাসপাতাল সংলগ্ন সেন্ট্রাল হাসপাতালে এক রোগীর সিজারিয়ান অপারেশন করা হয়। অপারেশনের পর তাকে ওয়ার্ডে স্থানান্তর করা হলে, হাসপাতালের একজন কর্মী ওই নারীকে যৌন হয়রানি করেন।

এই ঘটনার প্রতিবাদ করতে গেলে রোগীর স্বজন, পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের ছাত্র রেদোয়ান আহমেদ শুভ, হাসপাতালের কর্মচারীদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান। এক পর্যায়ে, হাসপাতালের কর্মচারীদের সঙ্গে বহিরাগতরাও যোগ দিলে ভুক্তভোগী রোগীর স্বজনদের সঙ্গে হাতাহাতি শুরু হয়। খবর পেয়ে রেদোয়ানের সহপাঠীরাও হাসপাতালে জড়ো হন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং হাসপাতালের তিনজন কর্মীকে আটক করে থানায় নিয়ে যায়।

এই ঘটনার পর জেলা প্রশাসক এবং সিভিল সার্জনের নির্দেশে হাসপাতালের সব কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভুক্তভোগীর স্বামী মোমিন একটি মামলা দায়ের করেছেন। এ মামলার প্রেক্ষিতে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

যদি চাও, আমি এটিকে আরও সংক্ষিপ্ত ও নিউজফ্রেন্ডলি আকারেও সাজিয়ে দিতে পারি, যাতে শিরোনামসহ দ্রুত সংবাদ হিসেবে প্রকাশযোগ্য হয়।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement