তিন দিন নন-সিডিউল ফ্লাইটের ফি-চার্জ মওকুফ

Published : ১৬:৪৯, ১৯ অক্টোবর ২০২৫
আগামী তিন দিনে যেসব নন-সিডিউল এক্সট্রা ফ্লাইট আসবে, তাদের সব ধরনের মাশুল ও খরচ মওকুফ করা হয়েছে। এমন তথ্য জানিয়েছেন বাণিজ্য ও বেসরকারি বিমান ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন।
রোববার (১৯ অক্টোবর) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের স্থান পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন, আগামী তিন দিন যেসব নন-সিডিউল এক্সট্রা ফ্লাইট আসবে, তাদের সব ধরনের ফি, চার্জ ও খরচ মওকুফ করা হয়েছে। বিশেষ পরিস্থিতির কারণে—যেমন ভিসা জটিলতা, চাকরির প্রয়োজন, চিকিৎসার জন্য ভ্রমণ বা আত্মীয়-স্বজনের সঙ্গে দেখা—যারা এই সময় ফ্লাইটে যাত্রা করতে পারেননি, তাদের সুবিধার্থেই শনিবার রাত ৯টা থেকে নিরবিচ্ছিন্নভাবে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও জানিয়েছেন, অগ্নিকাণ্ডের সময় বিমানবন্দরে যারা অবস্থান করেছিলেন, তাদের খাবার, হোটেল সুবিধা এবং অন্যান্য প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা হয়েছে। তবে অনেক কাজ একসঙ্গে চলায় দু-একটি বিচ্যুতি ঘটতে পারে। এ বিষয়ে শেখ বশির উদ্দিন বলেন, “আমাদের আগ্রহ ও প্রচেষ্টায় কোনো ঘাটতি ছিল না। এরপরও যদি কোনো যাত্রী কষ্ট পেয়ে থাকেন, আমরা আন্তরিকভাবে দুঃখিত।”
এছাড়া, তিনি জানান, অগ্নিকাণ্ডে সৃষ্ট ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে। বিশেষ করে আমদানিকৃত পণ্যগুলো যেসব কার্গো কমপ্লেক্সে ছিল, প্রায় সব ধ্বংস হয়ে গেছে। এখন ক্ষতির পরিমাণ, ওজন এবং আর্থিক মূল্য নির্ধারণের কাজ চলছে। পাশাপাশি খাতভিত্তিক ক্ষয়ক্ষতির হিসাবও করা হচ্ছে।
তিনি আরও জানিয়েছেন, আজ বিকেল সাড়ে তিনটায় আন্তমন্ত্রণালয় বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে এই ঘটনায় পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।
বিডি/এএন