শেখ হাসিনার বিরুদ্ধে প্লট মামলায় শেষ সাক্ষ্য আজ

শেখ হাসিনার বিরুদ্ধে প্লট মামলায় শেষ সাক্ষ্য আজ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:১৯, ২৯ অক্টোবর ২০২৫

রাজউকের প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ সাক্ষ্যগ্রহণ।

বুধবার (২৯ অক্টোবর) ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতে দুর্নীতি দমন কমিশন (দুদক) দায়ের করা মামলার সর্বশেষ সাক্ষ্যগ্রহণের কথা রয়েছে। এদিন মামলার তদন্ত কর্মকর্তা আদালতে সাক্ষ্য দেবেন বলে জানা গেছে।

একই আদালতে একই ধরনের অভিযোগে শেখ হাসিনার সন্তান সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুলকে প্রধান আসামি করে দায়ের করা মামলার সপ্তম দিনের সাক্ষ্যগ্রহণও আজ অনুষ্ঠিত হবে।

দুদকের অভিযোগ অনুযায়ী, পূর্বাচল নতুন শহর প্রকল্পে ক্ষমতার অপব্যবহার করে ৩০ কাঠা জমির একটি প্লট নিজেদের অনুকূলে বরাদ্দ নেন শেখ হাসিনা ও তার দুই সন্তান। পরবর্তীতে এ ঘটনায় মোট তিনটি মামলা দায়ের করে দুদক, যেখানে ৪৭ জনকে আসামি করা হয়।

মামলাটিকে সাম্প্রতিক সময়ের অন্যতম আলোচিত দুর্নীতির মামলাগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে, কারণ এতে সাবেক প্রধানমন্ত্রীসহ তার পরিবারের সদস্যদের নাম জড়িত রয়েছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement