নভেম্বরেই নতুন পোশাকে মাঠে নামবে পুলিশ

নভেম্বরেই নতুন পোশাকে মাঠে নামবে পুলিশ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:২৫, ২৯ অক্টোবর ২০২৫

জুলাই গণঅভ্যুত্থানের পর থেকেই সাধারণ পুলিশ সদস্যদের মধ্যে দাবি উঠেছিল—বর্তমান ইউনিফর্ম পরিবর্তনের।

সেই দাবির প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার এ বছরের শুরুতে বাংলাদেশ পুলিশ, র‌্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। নয় মাস পর অবশেষে নতুন ইউনিফর্ম পেতে যাচ্ছেন পুলিশ সদস্যরা।

নতুন নকশা অনুযায়ী পুলিশের পোশাকের রং নির্ধারণ হয়েছে লোহার (আয়রন), র‌্যাবের হবে জলপাই (অলিভ) এবং আনসারের সোনালি গমের (গোল্ডেন হুইট) রঙে। প্রথম ধাপে মেট্রোপলিটন পুলিশ সদস্যরা নতুন পোশাক পাবেন, এরপর ধীরে ধীরে তা পৌঁছাবে জেলা পর্যায়ে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা যায়, নির্বাচনের আগে সব বাহিনীকে নতুন ইউনিফর্মে দেখা যাবে—এমন নির্দেশনা দেওয়া হয়েছে। পুলিশ সদর দপ্তরের তথ্যমতে, এতদিন মেট্রোপলিটন ও জেলা পুলিশের পোশাকের রং আলাদা ছিল, এবার সবার ইউনিফর্ম হবে এক রঙের। ১৫ নভেম্বর থেকে ঢাকা মেট্রোপলিটনসহ (ডিএমপি) সব মহানগর পুলিশের সদস্যরা নতুন পোশাক পরবেন। জেলা পর্যায়ের পুলিশদের জন্য নতুন ইউনিফর্ম পৌঁছাতে আরও কিছুটা সময় লাগবে।

পুলিশ সদর দপ্তরের ডিআইজি (লজিস্টিক্স) খোন্দকার নজমুল হাসান জানিয়েছেন, “নতুন ইউনিফর্মের রং ও ডিজাইন আগেই পাস হয়েছে। ১৫ নভেম্বরের মধ্যে সব মেট্রোপলিটন ইউনিটে নতুন পোশাক চালু করা হবে, এরপর পর্যায়ক্রমে অন্যান্য ইউনিটেও দেওয়া হবে।”

তবে র‌্যাব ও আনসার বাহিনীর ক্ষেত্রে পরিবর্তন এখনো দৃশ্যমান নয়। র‌্যাবের নতুন জলপাই রঙের ইউনিফর্মের প্রস্তাব মন্ত্রণালয়ে গেলেও এখনো চূড়ান্ত হয়নি। আনসার বাহিনীর ক্ষেত্রেও সোনালি গম রঙের প্রস্তাব নিয়ে মতবিরোধ রয়েছে; তারা রঙ পরিবর্তনের অনুরোধ জানিয়েছে বলে জানা গেছে।

দেশের আবহাওয়ার সঙ্গে সামঞ্জস্য রেখে কাপড় বাছাই করা হয়েছে, এমনটাই জানিয়েছে পুলিশ সদর দপ্তর। কাপড়ের মান, রঙের স্থায়িত্ব ও পরিধানে আরামদায়ক কি না—এসব বিষয় বিবেচনা করে পরীক্ষাও সম্পন্ন হয়েছে।

পুলিশের নতুন পোশাকের ডিজাইনও চূড়ান্ত হয়েছে। আয়রন রঙের ইউনিফর্মের সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাচ, ইনসিগনিয়া ও অন্যান্য আনুষঙ্গিক নকশায়ও পরিবর্তন আনা হয়েছে।

তবে অনেক পুলিশ সদস্য নতুন পোশাক নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। কয়েকজন কর্মকর্তা মনে করছেন, জেলা ও মেট্রোপলিটনের ইউনিফর্ম এক করে দিলে পরিচয়গত পার্থক্য হারিয়ে যাবে। কেউ কেউ নতুন আয়রন রঙকে হঠাৎ করে মানিয়ে নেওয়া কঠিন বলেও মনে করছেন।

অন্যদিকে অনেকেই বর্তমান পোশাকের প্রতিও অনীহা প্রকাশ করেছেন। তাদের ভাষায়, “ছাত্র-জনতার আন্দোলনের সময় এই পোশাকেই গুলি চালানো হয়েছিল, তাই পুরোনো ইউনিফর্মে আমরা নতুনভাবে কাজ শুরু করতে পারছি না।”

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী জানিয়েছেন, জানুয়ারিতে প্রস্তাবিত নতুন ইউনিফর্ম দেখানো হলেও এখনো কোনো আপডেট নেই, ফলে র‌্যাব সদস্যরা আগের কালো পোশাকেই রয়েছেন।

পুলিশ সদর দপ্তরের হিসেবে, দুই লাখের বেশি সদস্যের জন্য একসঙ্গে নতুন পোশাক সরবরাহ করা সম্ভব নয়। তাই জেলা পুলিশ বাদে বাকি ইউনিটগুলো নির্বাচনের আগে নতুন ইউনিফর্ম পাবে।

ইতিহাস বলছে, পুলিশের পোশাক পরিবর্তনের ঘটনা এটাই প্রথম নয়। ব্রিটিশ আমলে পুলিশ সদস্যরা খাকি পোশাক ব্যবহার করতেন। ২০০৪ সালে মহানগর পুলিশের জন্য রং বদলে হালকা জলপাই এবং জেলা পুলিশের জন্য গাঢ় নীল করা হয়। র‌্যাব প্রতিষ্ঠার সময় কালো রঙের ইউনিফর্ম চালু হয়, যা আজও অপরিবর্তিত।

২০২০ সাল থেকে নতুন ইউনিফর্মের আলোচনা শুরু হলেও নানা কারণে তা বাস্তবায়ন বিলম্বিত হয়। এবার, ১৫ নভেম্বর থেকে নতুন ইউনিফর্মে দেখা যাবে পুলিশের সদস্যদের—যা দিয়ে নতুন যুগে পদার্পণ করতে যাচ্ছে বাংলাদেশ পুলিশ।

 

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement