মেট্রোরেল দুর্ঘটনা: ২ কোটি টাকার ক্ষতিপূরণ রুল

মেট্রোরেল দুর্ঘটনা: ২ কোটি টাকার ক্ষতিপূরণ রুল ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:০২, ২৯ অক্টোবর ২০২৫

মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে ঘটেছে প্রাণহানি; এই ঘটনায় ক্ষতিপূরণসহ নিরাপত্তা ব্যবস্থা নিয়েও হাইকোর্টে কার্যক্রম শুরু হয়েছে।

ফার্মগেট মেট্রোরেল স্টেশনের একটি পিলার থেকে বিয়ারিং প্যাড বিচ্ছিন্ন হয়ে নিচে পড়লে আবুল কালাম (৩৫) নামে এক যাত্রীর মৃত্যু ঘটে।

নিহতের পরিবারের অভিযোগ, দুর্ঘটনার জন্য তারা ২ কোটি টাকা ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী, কিন্তু কেন তা দেওয়া হচ্ছে না, তা জানতে চেয়ে হাইকোর্ট রুল জারি করেছেন।

বুধবার (২৯ অক্টোবর) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশ দেন। আদালত একই সঙ্গে মেট্রোরেলের সার্বিক নিরাপত্তা এবং দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখার জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে ৩০ দিনের মধ্যে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছেন।

রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন ও অ্যাডভোকেট তানভীর আহমেদ। এর আগে, মেট্রোরেলসহ সব ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের গুণগত মান নির্ণয়ে কমিটি গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছিল।

প্রসঙ্গত, নিহত আবুল কালামের মরদেহ সোমবার শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠী গ্রামে পৌঁছে জানাজা ও দাফন সম্পন্ন হয়। সরকারের পক্ষ থেকে নিহতের পরিবারকে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ এবং পরিবারের একজন সদস্যকে মেট্রোরেলে চাকরির আশ্বাস দেওয়া হয়েছিল। তবে পরিবারের দাবি ২ কোটি টাকার ক্ষতিপূরণ প্রদানের বিষয়টি এখনো অনিশ্চিত।

এই ঘটনায় মেট্রোরেলের নিরাপত্তা, পরিচালনা ও যাত্রী সুরক্ষার প্রশ্নও সামনে এসেছে, যা হাইকোর্টের বিশেষজ্ঞ কমিটির রিপোর্টের মাধ্যমে নির্ধারণ করা হবে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement