সমঝোতা স্মারক স্বাক্ষর ও এডাস্ট-এসডিআই এর ল্যাংগুয়েজ সেন্টার উদ্বোধন
Published : ১৩:২৯, ২৯ অক্টোবর ২০২৫
অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা, বাংলাদেশ এর স্কিলস ডেভেলপমেন্ট ইনস্টিটিউট এবং নর্থওয়েস্টার্ন ওপেন ইউনিভার্সিটি, সেন্ট পিটার্সবার্গ, রাশিয়া-এর স্কিলস ডেভলপমেন্ট ইন্সটিটিউট-এর মধ্যে মঙ্গলবার (২৮ অক্টোবর) একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
উভয় প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা, বাংলাদেশ এর স্কিলস ডেভেলপমেন্ট ইনস্টিটিউট এর চিফ অপারেটিং অফিসার জনাব সোয়েব সাজ্জাদ খান এবং নর্থওয়েস্টার্ন ওপেন ইউনিভার্সিটি, সেন্ট পিটার্সবার্গ, রাশিয়া-এর স্কিলস ডেভলপমেন্ট ইন্সটিটিউট -এর কান্ট্রি ডিরেক্টর এস. এম আব্দুর রব।
এই অংশীদারিত্বের লক্ষ্য হলো রাশিয়ান ভাষা এবং অন্যান্য পেশাগত দক্ষতা প্রদান করে শিক্ষার্থী, পেশাদার এবং আগ্রহী লার্নারদের জন্য শিক্ষা ও সাংস্কৃতিক ঐতিহ্য বিনিময়ের সুযোগ তৈরি করা। যা দুটি প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা বৃদ্ধি করবে এবং যোগাযোগ, কর্মসংস্থান এবং আন্তঃসাংস্কৃতিক বোঝাপড়া উন্নত হবে।
এসময় এডাস্ট-এসডিআই এর ল্যাংগুয়েজ সেন্টার উদ্বোধন করেন অতিথিরা। এই ল্যাংগুয়েজ সেন্টার এর মাধ্যমে ৫টি ভাষা সহ জাপানিজ ভাষায় দক্ষতা অর্জনের জন্য প্রশিক্ষণ প্রদান করা হবে। ইলিশ ফর ওয়ার্ক গত আগস্ট মাস থেকে কার্যক্রম শুরু হয়েছে। বাকি ভাষাগুলো দেশে ও বিদেশে শিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রে ভাষার মাধ্যমে দক্ষতা অর্জনে এই ল্যাংগুয়েজ সেন্টার কার্যকর ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব শামসুল আলম লিটন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সচিব জনাব মোঃ কামরুজ্জামান লিটু, সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ সিরাজুল হক চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম ও এসডিআই এর আন্তর্জাতিক প্রোগ্রাম কো-অর্ডিনেটর জনাব শামসুল আরিফিন সোহেল এবং নর্থওয়েস্টার্ন ওপেন ইউনিভার্সিটি, সেন্ট পিটার্সবার্গ, রাশিয়া-এর সরদার ইরিনা ও সরদার নওয়াজিশ।
এই অংশীদারিত্ব সম্পর্কে চিফ অপারেটিং অফিসার জনাব সোয়েব সাজ্জাদ খান বলেন, "এই এমওইউ আমাদের শিক্ষার্থীদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে। রাশিয়ান ভাষা এবং পেশাগত দক্ষতা অর্জনের মাধ্যমে তারা বিশ্বব্যাপী কর্মসংস্থানের বাজারে আরও বেশি প্রতিযোগিতা করার সুযোগ পাবে। এটি উভয় দেশের মধ্যে সাংস্কৃতিক সেতুবন্ধনকে শক্তিশালী করবে।"
কান্ট্রি ডিরেক্টর এস. এম আব্দুর রব বলেন, "স্কিলস ডেভেলপমেন্ট সেন্টার-এর সাথে এই সহযোগিতা আমাদের বৈশ্বিক শিক্ষামূলক আউটরিচকে প্রসারিত করার একটি গুরুত্বপূর্ণ ধাপ। আমরা বিশ্বাস করি এই যৌথ কর্মসূচি বাংলাদেশের তরুণদের ভবিষ্যতের জন্য অত্যন্ত মূল্যবান হবে।"
বিডি/এএন
































