এল ক্লাসিকোর মাঠের উত্তাপের পাশাপাশি ভিনিসিয়ুস জুনিয়রের ব্যক্তিগত জীবনও আলোচনার কেন্দ্রবিন্দুতে।
রিয়াল মাদ্রিদের এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড বার্সেলোনার বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে নামানো হয়েছিল, যা তাকে ক্ষুব্ধ করে এবং তিনি রিয়াল ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন।
তবে সেই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই তিনি ব্যক্তিগত জীবনে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন—প্রেমিকা ভার্জিনিয়া ফনসেকার সঙ্গে প্রায় ভাঙতে বসা সম্পর্ক পুনর্গঠন করেন।
চলতি মাসের শুরুতে ব্রাজিলিয়ান মডেল ডে মাগালায়েস ভিনিসিয়ুসের সঙ্গে গোপন বার্তা আদান-প্রদানের স্ক্রিনশট ফাঁস করেন। গ্লোবোর প্রতিবেদনে বলা হয়েছে, ভার্জিনিয়ার সঙ্গে ভিনির একটি নাচের ভিডিও প্রকাশের পরেই ক্ষুব্ধ মডেল স্ক্রিনশটগুলো শেয়ার করেন। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তীব্র আলোচনা।
ডে মাগালায়েস জানান, তিনি এখনো ভিনিসিয়ুসের সঙ্গে সম্পর্ক নিয়ে কোনো সিদ্ধান্ত নেননি। অন্যদিকে, ইনফ্লুয়েন্সার ভার্জিনিয়া ফনসেকাও সাক্ষাৎকারে দাবি করেছেন, তাদের মধ্যে সম্পর্ক নেই এবং শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসার সম্ভাবনা নেই।
কিন্তু পরিস্থিতি অল্প সময়ের মধ্যে বদলায়। ২৮ অক্টোবর রাতে ভিনিসিয়ুস নিজেই ইনস্টাগ্রামে প্রেমিকা ভার্জিনিয়ার সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের কয়েকটি ছবি পোস্ট করেন। ছবিগুলোর ক্যাপশনে তিনি শুধু দুজনের নামের আদ্যক্ষর ‘V ? V’ লিখেছেন। পোস্টের পরই শুভেচ্ছা ও মজার মন্তব্যে ভরে যায় সামাজিক মাধ্যম।
নেইমার মন্তব্য করেন, “বাচ্চা ছেলেটাও প্রেমে পড়েছে,” রদ্রিগো বলেন, “বিগ সেভেন এখন ভালোবাসায় ডুবে,” এবং লুকাস পাকেতা শুভেচ্ছা জানিয়ে বলেন, “আমাদের যৌথ জীবনের দলে স্বাগতম! সৃষ্টিকর্তা আশীর্বাদ করুন।” ফরাসি তারকা কামাভিঙ্গা মজার ছলে খোঁচা দিয়ে বলেন, “তুমিও প্রেম করো!”
এর আগে এল ক্লাসিকোতে বার্সেলোনার বিপক্ষে ২–১ গোলে জয়ের সময় কোচ জাবি আলোনসো ভিনিসিয়ুসকে ৭২ মিনিটে বদলি হিসেবে তুলে নেন। ক্ষুব্ধ ভিনি মাঠ ছাড়ার সময় চিৎকার করে বলেন, “সব সময় আমাকেই কেন! আমি যাচ্ছি, দল ছেড়ে যাচ্ছি।”
স্প্যানিশ সংবাদমাধ্যম এএস জানিয়েছে, কোচ আলোনসোর প্রতি ‘বিশ্বাসের ঘাটতি’ ভিনিসিয়ুসকে রিয়াল ছাড়ার চিন্তায় ফেলেছিল। তবে কিলিয়ান এমবাপের মতো আস্থা পেলে তিনি রিয়ালেই থাকতে রাজি।
ব্যক্তিগত জীবনে প্রেম ফিরে পাওয়ায় এখন দেখার বিষয়, মাঠেও কি নতুন উদ্যমে ফিরে আসতে পারবেন ‘ভালোবাসায় ভাসা’ ভিনিসিয়ুস জুনিয়র।


































