ভয়ংকর’ তথ্য প্রকাশ: ফয়সাল সম্পর্কে মুখ খুললেন তার মা-বাবা

ভয়ংকর’ তথ্য প্রকাশ: ফয়সাল সম্পর্কে মুখ খুললেন তার মা-বাবা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৫:৪৪, ১৮ ডিসেম্বর ২০২৫

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টার মামলায় প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ওরফে শুটার ফয়সালের বাবা হুমায়ুন কবির ও মা হাসি বেগম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

জবানবন্দিতে তারা জানিয়েছেন, ছেলের সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে তারা আগে থেকেই অবগত ছিলেন।

তারা আদালতে বলেন, হাদিকে গুলি করার ঘটনার পর ফয়সাল ও তার এক সহযোগীকে পালিয়ে যেতে তারা সরাসরি সহায়তা করেন। শুধু তাই নয়, ঘটনায় ব্যবহৃত অস্ত্র লুকিয়ে রাখার ক্ষেত্রেও তাদের ভূমিকা ছিল। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলামের আদালতে তাদের জবানবন্দি গ্রহণ করা হয়। শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

স্বীকারোক্তিতে ফয়সালের বাবা-মা জানান, ঘটনার দিন সকাল থেকে ফয়সাল কোনো মোবাইল ফোন ব্যবহার করেনি। আগের রাতেই সে হাদির পরদিনের কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানত। গুলি চালানোর পর ফয়সাল শেরেবাংলা নগরে তার বোনের বাসায় গিয়ে আশ্রয় নেয়, যেখানে তার বাবা-মা ও বোন উপস্থিত ছিলেন। সেখানে গিয়ে সে ব্যবহৃত তিনটি অস্ত্র তার বাবার হাতে তুলে দেয়।

পরে মোটরসাইকেলের নম্বর প্লেট পরিবর্তন করা হয় এবং বাসা থেকে বের হয়ে ফয়সাল একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠে। এ পালানোর পুরো ব্যবস্থাপনা তার বাবা নিজেই করে দেন বলে জবানবন্দিতে উল্লেখ করা হয়। বাসা ছাড়ার সময় ফয়সাল জানায়, সে বাংলাদেশ ছেড়ে চলে যাবে।

এছাড়া জবানবন্দিতে তারা আরও বলেন, ফয়সাল তিনটি বিয়ে করেছে এবং তার একজন বান্ধবী রয়েছে। ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় থেকেই সে রাজনীতিতে জড়িয়ে পড়ে এবং পরবর্তীতে আওয়ামী লীগের উচ্চপর্যায়ের একাধিক ব্যক্তির সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। মাদক গ্রহণসহ বিভিন্ন অপরাধে তার সম্পৃক্ততার বিষয়েও তারা অবগত ছিলেন।

তবে তারা দাবি করেন, ফয়সালের সঙ্গে তাদের পারিবারিক ঘনিষ্ঠতা ছিল না। ফয়সাল সাধারণত আলাদা জায়গায় থাকত, আর তারা নিজেরা মেয়ের বাসায় বসবাস করতেন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement