হাদির খুনিদের গ্রেপ্তার করতে না পারার খেসারত দিতে হলো সিয়ামকে : জামায়াত আমির
Published : ২২:৩৪, ২৪ ডিসেম্বর ২০২৫
রাজধানীর হাতিরঝিল থানার মগবাজার ওয়ারলেস গেট এলাকায় ফ্লাইওভার থেকে ছোড়া ককটেল বিস্ফোরণে সিয়াম নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার (আজ) সন্ধ্যায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে হঠাৎ ফ্লাইওভারের ওপর থেকে একটি ককটেল নিচে ছোড়া হলে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন সিয়াম। পরে তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “আজ সন্ধ্যায় রাজধানীর মগবাজার ফ্লাইওভার থেকে ছোড়া ককটেল বোমা বিস্ফোরণে সিয়াম নামের এক যুবক নিহত হওয়ার ঘটনায় আমি তীব্র নিন্দা জানাচ্ছি।”
তিনি নিহত সিয়ামের আত্মার মাগফিরাত কামনা করে বলেন,
“আল্লাহ তাআলা তাকে ক্ষমা করুন, তার ওপর রহম করুন এবং তার শোকসন্তপ্ত পরিবারকে উত্তম ধৈর্যধারণের তাওফিক দান করুন।”পোস্টে জামায়াত আমির আরও বলেন,
“শহীদ শরীফ ওসমান বিন হাদির খুনিদের গ্রেপ্তার করতে না পারার খেসারত দিতে হলো নিরীহ সিয়ামকে। একটি দুষ্টচক্র দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে চোরাগোপ্তা হামলা চালিয়ে যাচ্ছে।”আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন,
“প্রশাসনকে অবশ্যই তার দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে। একই সঙ্গে জনগণকেও এসব সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।” এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
বিডি/এএন































