ভারতের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিষয়ে একটি পুঙ্খানুপুঙ্খ এবং নিরপেক্ষ তদন্ত করা হোক।
এই ইস্যুতে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। দুই প্রতিবেশী দেশের মধ্যে চলমান কূটনৈতিক উত্তেজনার প্রেক্ষিতে ভারতের এই পদক্ষেপকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে আলোচনায় ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাংলাদেশ-মিয়ানমার বিভাগপ্রধান বি শ্যাম স্পষ্ট করেছেন, হাদি হত্যাকাণ্ডের ঘটনায় ভারতের বিরুদ্ধে অযথা অভিযোগ তোলা ঠিক হবে না।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনার প্রকৃত অপরাধীদের শনাক্ত করার জন্য স্বচ্ছ ও পূর্ণাঙ্গ তদন্ত অপরিহার্য।
ভারতীয় কর্মকর্তারা আরও জানিয়েছেন, হাদি হত্যাকাণ্ডের পরে দেশে যে বিক্ষোভ হয়েছে, তার প্রেক্ষিতে চট্টগ্রামের ভারতীয় সহকারী হাইকমিশনে হামলার চেষ্টা করা হয়। এই নিরাপত্তাজনিত উদ্বেগও আলোচনা করা হয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার দুই দেশই একে অপরের শীর্ষ কূটনীতিকদের তলব করে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানিয়েছে।

































