তারেক রহমানের সফর সঙ্গী হচ্ছেন যারা
Published : ২২:১৪, ২৪ ডিসেম্বর ২০২৫
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন পর দেশে ফিরছেন আগামীকাল। তাঁর এই প্রত্যাবর্তন ঘিরে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও কৌতূহল তৈরি হয়েছে। বিশেষ করে, এই ঐতিহাসিক যাত্রায় কারা তাঁর সফরসঙ্গী হচ্ছেন—তা নিয়ে আলোচনার শেষ নেই।
সংশ্লিষ্ট সূত্র জানায়, লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে যাত্রার প্রস্তুতি সম্পন্ন করেছেন তারেক রহমানের সফরসঙ্গীরা। এ সফরে তারেক রহমানের সঙ্গে থাকছেন তাঁর স্ত্রী ডা. জোবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান, ব্যক্তিগত সচিব আব্দুর রহমান সানি, দলের প্রেস উইংয়ের সদস্য সালেহ শিবলী এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের কর্মকর্তা কামাল উদ্দীন। এ ছয়জনের জন্য আগেই টিকিট কেনা হয়েছে।
এদিকে প্রয়াত আরাফাত রহমান কোকোর দুই কন্যা—জাফিয়া রহমান ও জাহিয়া রহমান তারেক রহমানের সহযাত্রী হচ্ছেন কিনা, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। সূত্র আরও জানায়, এই ফ্লাইটের বিজনেস ক্লাসে নিজস্ব অর্থে টিকিট কিনে সফর করছেন আরও কয়েকজন বিএনপি নেতাকর্মী।
তাদের মধ্যে রয়েছেন মাহিদুর রহমান, মুজিবুর রহমান মুজিব, খসরুজ্জামান খছরু, নাসির আহমদ শাহীন, রহিম উদ্দীন, আসাদুজ্জামান আহমদ, গোলাম রব্বানী, মইন উদ্দীন, জুবায়ের বাবু, এম এ সালাম, ডালিয়া লাকুরিয়াসহ অনেকে। ফ্লাইটটির বিজনেস ক্লাসের একমুখী টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৬০০ পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ লাখ ৯৪ হাজার টাকা।
এ ছাড়াও প্রায় ৩৫ জন যাত্রী ইকোনমি ক্লাসে টিকিট কেটেছেন। তাঁদের মধ্যে যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, ফিনল্যান্ড, ইতালি ও ইউরোপের বিভিন্ন দেশের বিএনপি নেতাকর্মীরা রয়েছেন। একই সঙ্গে তারেক রহমানের গৃহকর্মীরাও এই ফ্লাইটে যাত্রী হিসেবে থাকছেন বলে জানা গেছে।
দীর্ঘদিন পর তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে প্রবাসী বিএনপি নেতাকর্মীদের মধ্যে আবেগ ও উদ্দীপনা বিরাজ করছে। এ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন গতি সঞ্চার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা
বিডি/এএন






























