মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতে শুরু করে চিত্রনায়ক রিয়াজের মৃত্যুর গুজব। উৎস অজানা থাকলেও মুহূর্তের মধ্যে পোস্টটি নেট দুনিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে।
গুজবের কারণে রিয়াজের ভক্ত, অনুসারী এবং চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিরা উদ্বিগ্ন হয়ে ওঠেন। তবে কিছুক্ষণ পরই রিয়াজের ঘনিষ্ঠজন এবং সহশিল্পীরা নিশ্চিত করেন, খবরটি সম্পূর্ণ মিথ্যা। রিয়াজ সুস্থ আছেন এবং পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন।
চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, গণঅভ্যুত্থানের পর থেকেই রিয়াজ আত্মগোপনে আছেন। তার বর্তমান অবস্থান নিয়ে কেউ নিশ্চিত তথ্য জানে না। দেশে আছেন কি না বা ভারতে চলে গেছেন—এর কোনো সত্যতা মেলেনি। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকেই তার ব্যবহৃত মোবাইল নম্বরও বন্ধ রয়েছে।
নব্বইয়ের দশকের মাঝামাঝি থেকে রিয়াজ ঢালিউডের শীর্ষ জনপ্রিয় অভিনেতা হিসেবে খ্যাত। ২০২২ সালে তার অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ‘অপারেশন সুন্দরবন’ মুক্তি পায়।


































