আকিজ ফ্লাওয়ার মিলসে সাহার পদোন্নতি

আকিজ ফ্লাওয়ার মিলসে সাহার পদোন্নতি ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২০:৫২, ২৪ ডিসেম্বর ২০২৫

আনুপ কুমার সাহাকে আকিজ ফ্লাওয়ার মিলস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে আকিজ বেকার্সের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সাহা তিন দশকেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন একজন সি-সুইট নির্বাহী। মূলত এফএমসিজি খাতে তার দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। তিনি স্বাধীনভাবে বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনা করেছেন এবং ধারাবাহিকভাবে রাজস্ব ও মুনাফা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

ব্যবসার কৌশলগত দৃষ্টিভঙ্গি ও উদ্যোক্তাসুলভ নেতৃত্বের মাধ্যমে তিনি আটা মিলিং, চালকল, ভোজ্যতেল ও ডাল প্রক্রিয়াজাতকরণ শিল্পে একাধিক ব্যবসার সম্প্রসারণে বিশেষ ভূমিকা রেখেছেন।

সাহার নেতৃত্বে মার্কেটিং, বিক্রয়, অপারেশনস, সাপ্লাই চেইন, ফাইন্যান্স, মানবসম্পদ, কমপ্লায়েন্স এবং কোয়ালিটি কন্ট্রোল—ব্যবসার সব গুরুত্বপূর্ণ ক্ষেত্রে পূর্ণাঙ্গ দক্ষতা প্রদর্শিত হয়েছে।

তার এই অভিজ্ঞতা ও নেতৃত্ব আকিজ গ্রুপের খাদ্য ব্যবসার প্রবৃদ্ধি ও প্রতিযোগিতামূলক সক্ষমতাকে আরও শক্তিশালী করবে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement