বাংলাদেশে আইপিএল সম্প্রচার আপাতত বন্ধ

বাংলাদেশে আইপিএল সম্প্রচার আপাতত বন্ধ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৩:৫১, ৫ জানুয়ারি ২০২৬

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে দলে নেওয়ার পর হঠাৎ করে কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়ার ঘটনায় কঠোর অবস্থান নিয়েছে সরকার।

এর জেরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সব ম্যাচ ও সংশ্লিষ্ট অনুষ্ঠান প্রচার ও সম্প্রচার সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে জারি করা এক সরকারি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয়ের সহকারী সচিব ফিরোজ খান স্বাক্ষর করেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ২৬ মার্চ ২০২৬ থেকে শুরু হতে যাওয়া আইপিএল আসরে বাংলাদেশি তারকা ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার নির্দেশ ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) দিয়েছে—এমন তথ্য সরকারের নজরে এসেছে।

তবে এই সিদ্ধান্তের পেছনে কোনো যৌক্তিক কারণ স্পষ্ট নয় বলে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিসিসিআইয়ের এই পদক্ষেপ বাংলাদেশের জনগণের মধ্যে গভীর ব্যথা, হতাশা ও ক্ষোভের সৃষ্টি করেছে।

এই প্রেক্ষাপটে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএলের সব খেলা ও অনুষ্ঠান বাংলাদেশে প্রচার বা সম্প্রচার বন্ধ রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে। জনস্বার্থে এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমেই এই আদেশ জারি করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে মুস্তাফিজুর রহমানের আইপিএলে খেলা নিয়ে ব্যাপক আলোচনা ও বিতর্ক চলছিল। ভারতের কট্টর হিন্দুত্ববাদী বিভিন্ন গোষ্ঠী তাকে দল থেকে বাদ দেওয়ার দাবিতে ধারাবাহিকভাবে বিক্ষোভ করে আসছিল। এসব ঘটনার ধারাবাহিকতায় গত শনিবার (৩ জানুয়ারি) সকালে বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তের কথা জানান। পরে কলকাতা নাইট রাইডার্স আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়, মুস্তাফিজুর রহমান আর তাদের স্কোয়াডের অংশ নন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement