সীমানা নির্ধারণ–সংক্রান্ত জটিলতার প্রেক্ষাপটে আদালতের নির্দেশে পাবনার দুটি সংসদীয় আসনে ভোট কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
শুক্রবার (৯ জানুয়ারি) নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশ অনুযায়ী পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত পাবনা–১ ও পাবনা–২ আসনে নির্বাচনী কার্যক্রম বন্ধ থাকবে।
তিনি জানান, হাইকোর্টের রায়ের আলোকে ইসি গত ২৪ ডিসেম্বর পাবনা–১ ও পাবনা–২ আসনের আগের সীমানা পুনর্বহাল করে একটি সংশোধিত বিজ্ঞপ্তি জারি করেছিল। তবে ওই বিজ্ঞপ্তির সংশ্লিষ্ট অংশ গত ৫ জানুয়ারি আপিল বিভাগ স্থগিত করে দেয়।
এক প্রার্থীর করা আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ নির্দেশ দেন, আবেদনকারী লিভ টু আপিল দায়ের না করা পর্যন্ত এই স্থগিতাদেশ কার্যকর থাকবে। এর ফলে আদালতের পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত এই দুই আসনে ভোট আয়োজন অনিশ্চিত হয়ে পড়েছে।

































