বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদে নতুন করে তিনজন পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। নবনিযুক্ত এই তিন পরিচালক হলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
বুধবার (১৪ জানুয়ারি) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে জারি করা একটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপনটি রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোছা. শাকিলা পারভীনের স্বাক্ষরে প্রকাশ করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বাংলাদেশ বিমান আইন, ২০২৩-এর ধারা ৩০ (বি) অনুযায়ী তাদের বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নতুন এই নিয়োগের মাধ্যমে জাতীয় পতাকাবাহী এয়ারলাইন্সটির পরিচালনা পর্ষদ আরও শক্তিশালী হবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।






























