স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দুই বিভাগ একীভূত করার সিদ্ধান্ত

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দুই বিভাগ একীভূত করার সিদ্ধান্ত ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৭:৩২, ২০ জানুয়ারি ২০২৬

প্রশাসনিক সংস্কারের উদ্যোগের অংশ হিসেবে বর্তমানে আলাদা থাকা ‘স্বাস্থ্য সেবা বিভাগ’ এবং ‘স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ’কে একীভূত করে নতুনভাবে ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়’ পুনর্গঠনের প্রস্তাব অনুমোদন করেছে জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার সরকারি বাসভবন যমুনায় অনুষ্ঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম নিকার সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। একই সভায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু মন্ত্রণালয়’ করার প্রস্তাবও অনুমোদিত হয়েছে।

এছাড়া প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে নতুন তিনটি থানা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে নিকার। সিদ্ধান্ত অনুযায়ী গাজীপুর জেলায় ‘পূর্বাচল উত্তর’, নারায়ণগঞ্জ জেলায় ‘পূর্বাচল দক্ষিণ’ এবং কক্সবাজার জেলায় ‘মাতারবাড়ী’ নামে নতুন তিনটি থানা গঠন করা হবে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement