এবার জাতির কাছে প্রশ্ন ছুড়ে দিলেন ওসমান হাদির স্ত্রী

এবার জাতির কাছে প্রশ্ন ছুড়ে দিলেন ওসমান হাদির স্ত্রী ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:০৫, ২১ জানুয়ারি ২০২৬

সাংবাদিক দম্পতি সাগর–রুনির মতোই জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির বিচার কতবার যে পিছিয়ে দেওয়া হবে, তা একমাত্র আল্লাহই ভালো জানেন এমন মন্তব্য করেছেন তার স্ত্রী রাবেয়া ইসলাম সম্পা।

বুধবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি নিজের ক্ষোভ ও হতাশার কথা তুলে ধরেন।

পোস্টে রাবেয়া ইসলাম সম্পা লেখেন, ‘রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি? শহীদ ওসমান হাদির বিচারের কত দেরি?’—এই প্রশ্নটাই আজ বাংলাদেশের বাস্তবতায় আমাদের মতো বিচার প্রত্যাশী মানুষের আজীবনের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

তিনি আরও লেখেন, ইতিহাসের দিকে তাকালেই স্পষ্ট হয় আমরা পাইনি সাংবাদিক সাগর–রুনি হত্যার বিচার, পাইনি আবরার ফাহাদের বিচার, আর এখন একই পরিণতির দিকে ঠেলে দেওয়া হচ্ছে শহীদ ওসমান হাদির বিচারকেও।

কতবার যে এই বিচার প্রক্রিয়া পিছিয়ে দেওয়া হবে, সেটাও আল্লাহই ভালো জানেন। তবে একটি বিষয়ে আমরা একদম পরিষ্কার—এই বিচার আমরা নিশ্চিত করেই ছাড়ব। তা করতে কত মাস, কত দিন, কিংবা কত ঘণ্টা সময় লাগে, সেটাই এখন একমাত্র প্রশ্ন।

শরিফ ওসমান হাদির স্ত্রী আরও লিখেছেন, হাদি হত্যার বিচার না হলে এই রাষ্ট্রে আর কখনো কোনো অন্যায়ের বিরুদ্ধে মানুষ কাঁদবে না, রাস্তায় নামবে না, প্রতিবাদ করবে না, লড়াই করবে না।

যদি কেউ মনে করে, হাদির পরিবারকে কিছু সুবিধা বা প্রলোভন দিয়ে বিচার প্রক্রিয়া থামিয়ে দেওয়া যাবে, তাহলে সেটা তাদের মারাত্মক ভুল হিসাব। হাদি কেবল তার পরিবারের সম্পদ নয়—সে পুরো বাংলাদেশের। দেশের মানুষ জানে কোথায় সমস্যা, কেন বিচার কাজে দেরি হচ্ছে। আপনারা যত দেরি করবেন, আমরা তত বেশি ঐক্যবদ্ধ হবো।

সবশেষে রাবেয়া ইসলাম সম্পা লেখেন, সরকার কী দিচ্ছে বা দিচ্ছে না এই বিষয়গুলো সম্পর্কে তিনি পুরোপুরি অবগত নন এবং এসব নিয়ে তার আগ্রহও নেই।

তার একমাত্র ভাবনা ও দাবি হলো, যেকোনো মূল্যে তার স্বামী শহীদ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করা এবং হাদির রেখে যাওয়া আমানত—তার ছেলে ফিরনাসের নিরাপদ ও সুরক্ষিত ভবিষ্যৎ নিশ্চিত করা। এর বাইরে তার আর কোনো চাওয়া নেই।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement