মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু মন্ত্রণালয়’ করার প্রস্তাবের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১১৯তম সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল নিকারের প্রথম সভা।
সভায় সিদ্ধান্ত অনুযায়ী, মন্ত্রণালয়ের বাংলা নাম পরিবর্তন হয়ে ‘নারী ও শিশু মন্ত্রণালয়’ হলেও এর ইংরেজি নাম অপরিবর্তিত থাকবে। ইংরেজিতে মন্ত্রণালয়টি আগের মতোই Ministry of Women and Children Affairs (MoWCA) নামে পরিচিত থাকবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, নাম পরিবর্তনের মাধ্যমে আধুনিক ও অন্তর্ভুক্তিমূলক পরিভাষার ব্যবহার নিশ্চিত করা হয়েছে, যদিও প্রশাসনিক কাঠামো ও দায়িত্বে কোনো পরিবর্তন আসছে না।































